কবি বন্ধু অভিজিৎ দাসের মত নিরীহ মানুষ আর দেখি নাই। সকালে আরেক বন্ধুর ফোন পেয়ে জানলাম সেই অভিজিৎকেও গ্রেফতার করা হয়েছে। তিনি এখন পল্টন থানায় আছেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালকে সমর্থন জানিয়ে পথে নামায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
খুব একটা অবাক হলাম না।
নিজের এই নির্বিকারত্বের কারন খুঁজতে গিয়ে বুঝলাম রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহীনির কাছ থেকে এর চেয়ে ভালো ব্যবহার পেলেই বরং অবাক হব। আর কবিদের গ্রেফতার করাটা তো রাষ্ট্র যন্ত্রের পুরানো অভ্যাস।
একটু আগে শুনলাম তানিম নূর (নির্মাতা) সহ আরো অনেক শাহাবাগ থানায় আটক আছেন। ওদিকে দুপুর ১২টায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে জাতীয় কমিটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করতে চান। পুলিশ তাঁদের আটকে দিলে মুক্তি ভবনের সিঁড়িতেই তাঁরা সংবাদ সম্মেলন করেন।
আনু মুহাম্মদ বলেন, কাল সোমবার বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় কমিটি। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।