আমাদের কথা খুঁজে নিন

   

দেশের স্বার্থে ডাকা হরতালে পোড়ানো হল জাতির পিতার ছবি। তাহলে? হরতালটা কি শুধুই রাজনৈতিক হল না!!!

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না...... হাসিনার ছবি পোড়ানো হইল ভাল কথা কারন চুক্তির পিছনে আছে সে! কিন্তু শেখ মুজিবুর রহমান এই মৃত ব্যক্তি কি দোষ করল যে তার ছবি পোড়ানো হল? গভীর আক্ষেপের সাথে বলতে চাই আজকে যে হরতাল ডাকা হল তা নামেই কেবল তেল গ্যাস রক্ষার দাবীতে আসলে পুরোটাই রাজনৈতিক! যারা জাতির পিতার ছবি পোড়াতে পারে তারা যে রাজনীতি করেই কাজটি করেছে তা সহজেই বোধগম্য। হরতালে কিছু উচ্ছৃঙ্খল যুবকের তান্ডবলীলা দেখা গেল। গাড়িতে চড়ে উন্মাদ নৃত্য প্রদর্শন করছে। এরাই নাকি তেল গ্যাস রক্ষার দাবীতে আন্দোলনরত। আমি বিশ্বাস করি না এরা খাটি দেশপ্রেম থেকেই এই আন্দোলনে আছে! কারন দেশপ্রেমে উদ্ধুদ্ধ কোন যুবক এই তাণ্ডব লীলাকে সমর্থন করতে পারে না! যারা আন্দোলনে ভুমিকা রাখছেন তারাই জোর গলায় বলতেন হরতাল দেশের অর্থনীতির আর জাতীয় সম্পদের ক্ষতি করে।

এক জাতীয় সম্পদ রক্ষা করতে গিয়ে আরও কত জাতীয় সম্পদ নস্ট হচ্ছে সেদিকে কারও দৃষ্টি নেই। আমি হলফ করে বলতে পারি যারা তেল গ্যাস নিয়ে আন্দোলন করছেন তাদের অনেকেই কোনকো ফিলিপ্স চুক্তি সম্পর্কে তেমন কিছুই জানেনই না। কান নিয়ে গেছে চিলে এখন চিলের পিছে দৌড়াও এই অবস্থা! আমাদের সবার উচিত এই চুক্তি নিয়ে বেশী বেশী আলোচনা করা, আর্টিকেল পড়া। সব সাইড থেকে নিউজ নিয়ে বিচার বিবেচনা করা! দেশবিরোধী কোন চুক্তি হলে আমরা অবশ্যই এর পিছনে লাগব। আমাদের ভিতরে একটা চিন্তাই ঢুকে গেছে সরকার যা করবে তা মাত্রই দেশবিরোধী হবে।

তাহলে এত কষ্ট করে সরকার নির্বাচনের দরকার কি? নেক্সট টাইম কেউ ভোট দিবেন না দয়া করে। আগেও এমন হয়েছে। ট্রানজিট নিয়ে নানান কথা, দেশবিরোধী হেন তেন কত কিছু। কিন্তু পরে দেখা গেল কোন এমন কিছুই নেই সেখানে। এটা ট্রানজিট বিশেষজ্ঞদের গবেষণা! সো কোনকো ফিলিপ্স চুক্তির ব্যপারেও পরে যদি এমন কিছুই প্রমান হয়, তখন আমার কথা হবে একটাই যে হরতালে ব্যক্তিগত আর জাতীয় সম্পদের যে ক্ষতি হল তা্র মূল্য যেন প্রফেসর ডাঃ আনু মোহাম্মদের পকেট থেকেই নিয়ে নেয়া হয়।

আর আমাদেরও প্রত্যাশা সরকার চুক্তির ব্যপারে সব কিছু পরিস্কার করেই চুক্তিতে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।