আমাদের কথা খুঁজে নিন

   

The Chronicles of Riddick... এই হলিউডি সাইন্স ফিকশন ছবিটির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ বিশ্বজগৎজুড়ে নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা; এই বিন্যাসই যেন স্বাভাবিক এবং ভারসাম্যপূর্ণ বলে মনে হয়। তবে কোনও কোনও উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তাদের ধর্মটিকেই সত্য মনে করে এবং অন্যান্য জাতিধর্মের উপর সেটিকে বল প্রয়োগ করে চাপিয়ে দিতে চায়। এতে করে জগতের স্বাভাবিক ভারসাম্যটি বিনষ্ট হয়।

যেমন, মহাবিশ্বের যুদ্ধবাজ ধর্মীয় গোষ্ঠী Necromonger-রা মহাবিশ্বের অন্যান্য জাতিকে তাদের ধর্মে কনভার্ট করছে। এতে করে মহাবিশ্বের ভারসাম্য বিনষ্ট হওয়ার উপক্রম । যারাই নেক্রোমনগারদের প্রতিবাদ করছে তাদেরই হত্যা করা হচ্ছে! নেক্রোমনগারদের ধর্মীয় আধিপত্যের বিরুদ্ধে মহাবিশ্বময় জোরদার হয়ে উঠছে প্রতিবাদ-আন্দোলন। ঘটনাচক্রে রিডডিক নামে এক সাহসী বীর নেক্রোমনগারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় । যার সম্বন্ধে বলা হয়েছে ...যে ... one day challenge an unstoppable evil and bring balance back to the universe . রিডডিক-এর চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা Vin Diesel ; বড় মারকুটে অভিনেতা ... নেক্রোমনগারদের গ্রহের নাম: হেলিয়ন প্রাইম; সেই গ্রহের জীবনধারা, স্থাপত্যে এবং পোশাক-আশাকে ধর্মীয় বিশ্বাসের ছাপ স্পস্ট।

নেক্রোমনগারদের প্রোফেটের নাম লর্ড মার্শাল ...তারই নেতৃত্বে মহাবিশ্বজুড়ে চলেছে ওই ধর্মান্তকরণের মর্মান্তিক প্রক্রিয়া। নেক্রোমনগারদের তীর্থ টহফবৎাবৎংব ... এটি স্বাভাবিক বিশ্বের অন্ধকারাচ্ছন্ন প্রতিবিশ্ব ... যা হোক। The Chronicles of Riddick মুভির কাহিনী আদ্যপান্ত বলা আমার এই পোস্টের উদ্দেশ্য নয়। আমি কেবল এটুকু বলতে পারি যে নানান টানটান উত্তেজনাকর ঘটনাক্রমের পর নেক্রোদের ধ্বংস করে দেয় বীর রিডডিক । এবং উগ্র ধর্মীয় গোষ্ঠীর পরাজয় দেখে আমরা স্বস্তি পাই।

এভাবে মহাবিশ্বের চিরকালীন ধর্মীয় বিন্যাসটি টিকে যায় এবং মহাবিশ্বের চিরায়ত ভারসাম্যটি অক্ষুন্ন থাকে। কাজেই The Chronicles of Riddick ... ছবিটি মারদাঙা সাইন্স ফিকশন হওয়া সত্ত্বেও ছবিটির মূল বক্তব্য আমাদের সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যথাযথ বলেই মনে হয় ... ছবিটির লিঙ্ক Click This Link ছবি: ইন্টারনেট। তথ্যসূত্র: Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।