আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্তি...০১

ছায়াহীন দৃশ্যময় বিচড়ন কর্মসিদ্ধি জেনেও, মেনে নিয়ে হার, তোমার অধরে... বারবারই যে স্রোতের পতন তার মুখচ্ছবিটুকু প্রাপ্তি জেনে, বয়ে যায় বিপরীত পানে। তখনও ভাবেনি আকাশ আরো কতটুকু বিষাদ প্রয়োজন, প্রয়োজন আরো কত মেঘের... কেবল সগরের টানে বয়ে যাওয়া নদীকে ক্রমাগত প্রশ্রয়, যতটুকু..তার চেয়ে বেশি উপলব্ধি হৃদয়ে। তোমার অধরে আমার শেষ ছাপ নিস্পাপ শিশুর মাতৃক্রোড়ে বারবার ঝাপিয়ে পড়ার মত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।