আমি আমার যুক্তি দিয়ে যেদিন ঈশ্বরকে পাব, যেদিন মেনে নেব অবশেষে বাংলাদেশ ফিরেছে তার সংবিধানিক আদি মুলনীতির পথে। সদ্য সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশ ফিরে পেয়েছে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সংবিধানের মুলনীতি হিসেবে। যদিও এই ফেরাটা আর ভালভাবে হতে পারত।
প্রথমত বিরোধী দল বিহীন সংসদে কোনরূপ আলাপ আলোচনা ছাড়া তড়িঘড়ি করে বিলটা পাস করায় তা খুবই দৃষ্টিকটু হয়েছে। এবং আর একবার প্রমানিত হয়েছে জাতিও ইস্যু তে আমাদের দলগুলো একমত হওয়াকে ঘৃণা করে।
এত বছর পরে আমরা ধর্মনিরপেক্ষতায় ফিরলাম, জাতী হিসেবে আমাদের এই অর্জনটা তো আমরা সকলে মিলে উদযাপন করতে পারতাম। এখন থেকে বিশ্বব্যাপী বাংলাদেশীরা বুক ফুলিয়ে বলতে পারবে আমরাও সভ্য মানুষ। আমরাও আধুনিক। এবং আমরাও প্রগতিবাদী।
তবে মন্দের ভাল- প্রধান বিরোধী দল সংশোধনীর এই অংশটুকু নিয়ে অন্তত বিরধিতায় মাতেনি।
তাদের আপত্তির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বিলোপ সংক্রান্ত অংশটুকু। সেটা অবশ্য আঃলীগ বি এন পির পারস্পারিক দরকষাকষির ব্যাপার। সে বিষয়ে সাধারন মানুষ হেসেবে আমার তেমন আগ্রহ নেই।
ধর্মনিরপেক্ষতায় ফেরাটা আরেকটু সুন্দর হত যদি রাষ্ট্রধর্ম নামক ভুতভুতুম জঞ্জালটাকেও সাফ করা যেত। হয়ত সেটাও একদিন হবে।
অনাগত প্রজন্মগুলো আরও আধুনিক হবে। আরও বিজ্ঞান মনস্ক হবে। আর খানিকটা মানুষ হয়ে উঠবে। তখন ধর্ম নয়, বাঙালীর পরিচয় হবে মানবিকতায়।
আমি আশাবাদী মানুষ।
আমি জানি আমাদের এ প্রজন্মের কাল কেটে যাওয়ার আগেই তা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।