আমাদের কথা খুঁজে নিন

   

খুব জানতে ইচ্ছে করে-প্রতিহিংসাময় এই কলুষিত রাজনীতির শেষ কোথায়?????

এক শব্দ প্রতিবাদী, "অবিভক্ত ঢাকা চাই। । । " ২ মার্চ ২০০৪ সালের জনকণ্ঠ পত্রিকার শিরোনামঃ- “আওয়ামী লীগ অফিসে ঢুকে পুলিশের তাণ্ডব” সাব হেডিং-চার ঘণ্টা ধরে নেতাকর্মীরা অবরুদ্ধ, বুটের লাথি, রাইফেলের বাঁট ও লাঠি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটানো হয়েছে। .................................................................. ১২ মার্চ ২০১৩ সালের আমারদেশ পত্রিকার শিরোনামঃ- “ইতিহাসের জঘন্যতম পুলিশি অ্যাকশন” সাব হেডিং-বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব: ফখরুল,খোকা,ফারুক, আমান, রিজভী,আলতাফ,মো. শাহজাহান,ডা. জাহিদসহ উপস্থিত সব পুরুষ নেতাকর্মী গ্রেফতার, রাতে গুলশান থেকে শফিউল আলম প্রধান আটক।

ভালো করে দেখুন তো উপরের দুটি ঘটনার মধ্যে কোন পার্থক্য আছে কিনা। হ্যা,পার্থক্য কিছু আছে। প্রথমটি ঘটেছিলো ১ মার্চ ২০০৪ এ আর দ্বিতীয়টি ঘটেছে ১১ মার্চ ২০১৩ এ। প্রথম ঘটনাটির ভুক্তভোগী ছিল তথকালীন বিরোধী দল (বর্তমান সরকারী দল) আওয়ামী লীগ এবং দ্বিতীয় ঘটনাটির ভুক্তভোগী বর্তমান বিরোধী দল (তথকালীন সরকারী দল) বিএনপি। ইংরেজিতে একটি প্রবাদ আছে- "History repeats itself"।

বিখ্যাত এই ইংরেজি প্রবাদটির সার্থক রুপায়ন হচ্ছে আমাদের এই কলুষিত প্রতিহিংসার রাজনীতি। Tanvir Ahmad ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।