আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন-১৮

স্বপ্ন যদি ছায়া ছুঁয়ে যায়........... শিরোনামহীন-১৮ তুমি আমার কথা শোন কেবল শোক দেখে লুকিয়ো না অবয়ব নম্র স্রোত পরম্পরায় বিস্তর জেনে নাও দাহকাল খোলকে-খোলসে প্রমত্তা জীবন যেমন সহজ হাটে; তুমিও পাড় হও খানসীর চড় ব্যাথার সাথে মনের যে সখ্যতা মন্বন্তর এলে খুলে যাবে সব ছদ্মবেশ ভৃত্য হয়ে যে ঘুরেছে যত নির্বাক পথ তার সপ্নে বিদীর্ণ হয়ে মুছে দেবে সব রঙ একদিন কীর্তিনাশা তোমাকে ভুলিয়ে নেবে পথ যে সময়ে খুব যত্নে বাড়িয়েছ পা বাতাসকে অত্যাচার ভেবে ঢেকেছ মুখ শিশিরকে উৎপাত ভেবে দম্ভে দিয়েছ উড়াল এইসব দেখে দেখে যে শিখেছে বাঙলার মতো অবনত মুখ তার বুকে তোমার কত দিনরাত সাহসে সৌকর্যে ছড়িয়েছে বিধুর রাত্রির মায়াপাশ অমূর্ততা বা বিমূর্ততার পেছনে তার ভাবনাগুলো ছায়া হয়ে দাড়ায় ক্রমাগত ক্লেশে সে শোকও একদিন হারিয়ে যায় থাকে শুধু যন্ত্রণাবিদ্ধ যাপণ, শতবর্ষের তৃপ্তিময় অন্ধকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।