নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই নিয়ে যাও যেখানে যেতে চাও বাড়িতে ঠাঁই না পেলে মুষল ধারায় ভিজে যেতে রাজি রেলের ঠাসা ঠাসিতে স্থান না হলে ছাদে উঠে যাই জীবন বাজি রেখে রিকশায় ত্রিভূজের মতো করে উঠে বসবো সীটের উঁচুতে প্রচণ্ড শীতে খড় পোহাবো, কাঁথার অভাবে, অভাবের দিনে বোঝা বয়ে খাব, হালের বদল তাড়ানো শিখে নেব বলিষ্ঠ পেশীতে কাজের বিনিময়ে গম, নদী সেঁচে তুলে আনা মাছ, কোন কালেই আমাদের অভাব হবে না খরায় মঙ্গায় তুমি যা খাবে তাই খাব কথা দেই ঝাল কম বেশী, দগ্ধ মরিচে পেঁয়াজের মাংস পেলে তাতেই মানাবো অভাবে শালুকের শাস, শাপলার ডাঁটা; তোমাকে পাশে চাই যেন বিদ্যালয়ের শপথ নিয়ত নিয়ে যাও যেখানে যেতে চাও মরুর বালু কিংবা তুন্দ্রায়, অথবা জোছনার শ্যামল বাংলায় যেতে চাই, আমি যাবই সীমানা জানি আমি তোমার ভূগোলে -- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।