আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট-আখাউড়া রেলপথে নতুন ট্রেন চালু

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। সিলেট-আখাউড়া রেলপথে শুক্রবার থেকে একটি নতুন যাত্রীবাহী ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপ। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের এই ট্রেনটি সিলেট ও আখাউড়ার মধ্যে চলাচল করবে। এ রেলপথে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে সরকারী ব্যবস্থাপনায় রেলওয়ে কর্তৃপ এ যাত্রীবাহী ট্রেনটি চালু করেছে। নতুন এই ট্রেনটি প্রতিদিন ৩৫২ ডাউন নামে সকাল সোয়া ৬ টায় সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দুপুর ২ টা ২০ মিনিটে আখাউড়ায় পৌঁছবে এবং ৩৫১ আপ নামে বিকাল সোয়া ৩ টায় আখাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত সাড়ে ১২ টায় সিলেট পৌঁছবে। শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার হরিগোপাল সেন জানান, সিলেট-আখাউড়া রেলপথে দীর্ঘদিন ধরে বেসরকারী ব্যবস্থাপনায় কুশিয়ারা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে আসছে। বর্তমানে এই রেলপথে দ্বিতীয় আরেকটি ট্রেন চালু হওয়ায় ট্রেনে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।