খুব ক্লান্ত ভোট প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার । ৫ বছর পর পর আমরা আমাদের তথাকথিত ভোটাধিকার প্রয়োগ করি নতুন সরকার আনতে। আর এদেশের মানুষ এক সরকার কে দ্বিতীয় বার ভোট দেয়না। তার যথেষ্ট কারন ও আছে। এই দেশে একবার ক্ষমতায় গেলে নেতারা দেশ টাকে নিজের সম্পত্তি মনে করে যাহা খুশি তাহাই করে থাকেন।
এই দুই বার আবার নতুন ব্যপার দেখা যাচ্ছে । বাঙালি ভোটে বিপ্লব এনে অধিকাংশ ভোট এক দলকেই দিয়ে দিচ্ছেন। ফলে সংসদের ৪ এর সাড়ে ৩ ভাগ ই থাকেন সরকারি দলের এমপি বাকি গুটিকয়েক বিরোধী দলীয় এমপি দের আওয়াজ হারিয়ে যায়। ফলে বিরোধী দল করে ওয়াক আউট । আর সরকার আইন প্রনয়নের জন্য বেছে নিচ্ছে আদালত।
বিরোধী দল দিচ্ছে হরতাল। সরকারি দল বলছে আসেন আপনাদের জন্য সংসদ খোলা আছে। আর বিরোধী দলের ও বিপুল সংখ্যক সরকারি এমপি দের জোয়ারে উড়ে যাওয়ার ভয়ে সংসদে যাওয়া হয়ে উঠেনা। আর এই দুই দলের জাতাকলে পড়ে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা। আমরা আমজনতা তাহলে ভোট দেই কেনো?সংসদ যদি আইন প্রনয়ন এর জায়গা না হয়ে সরকারি দলের এমপি দের মিলন মেলা আর বিটিভির সম্প্রচার এর জন্য একটি প্রোগ্রাম হয় তাহলে কষ্ট করে আমাদের প্রত্যেক বার ভোট দিয়ে কি লাভ? ভোটের পিছনে এত সরকারি টাকা খরচ করেও কি লাভ? এত খরচ করে পাওয়া এই অকার্যকর সংসদ এর ও কি লাভ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।