আমাদের কথা খুঁজে নিন

   

ঘর সাজাতে ভাড়ায় চারা .........

গাছও ভাড়ায় খাটানো যায়। বিশেষ করে অফিসগুলোতে। তাদের তো অত সময় নেই কিনে নিয়ে পরিচর্যা করার। তাই মাসচুক্তিতে ভাড়া নিয়ে অফিস কাচারির শোভাবর্ধন করে। বিয়ে, সংগীত আসরের মতো অনুষ্ঠানাদিতেও দিনচুক্তিতে ভাড়া দেওয়া যায়।

গাছ ভাড়া দিয়ে তাই স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। যেভাবে শুরু করবেন চাইলে প্রথমে নার্সারি, বিশেষ করে ইনডোর প্লান্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। কোন গাছ কত দিন পর পর বদলে দিতে হয়, কত দিন পর পর পানি হয় ইত্যাদির সঙ্গে গাছের রোগবালাই সম্পর্কেও ভালো ধারণা থাকা লাগে। খোলামেলা ছায়াযুক্ত জায়গা সম্পর্কেও ধারণা থাকতে হবে। এরপর অফিস কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর তাদের চাহিদা অনুযায়ী গাছ ও গাছের টব কিনতে হবে।

বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টের দাম পড়বে ৩০_১০০ টাকা এবং আকার ও নকশাভেদে গাছের টবের দাম পড়বে ২০_৩০ টাকা। নার্সারিগুলোতে টবসহ গাছ কিনতে পাওয়া যায়। চাইলে তাও কিনে নিতে পারেন। দাম ৮০_১৫০ টাকা। আগামীকাল পর্যন্ত বৃক্ষমেলা চলবে, মেলা থেকেও কিনতে পারেন।

প্রাথমিকভাবে আপনি যে পরিমাণ গাছের ফরমায়েশ পাবেন তার দ্বিগুণ গাছ রাখতে হবে। কারণ, ইনডোর প্লান্টগুলো ১৫ দিন থেকে এক মাস পর পর বদলে দিতে হয়। ইনডোর প্লান্টের রকমভেদ নার্সারিগুলোতে হরেক রকমের ইনডোর প্লান্ট পাওয়া যায়। সাধারণত পাতাবাহার, মানি প্লান্ট, বাঁশ পাতা আরারিয়া, ভুট্টা ড্রাসিনা, ফাইকাস, এলকোশিয়া, সিলভার কুইন, সাদা কচু, এনথেরিয়াম ফিলাড্রন, পিছুটিয়া, রাবিশ, চায়নিজ পাম, ক্যান্টিনা পাম, সাগু পথ, এরিকা পাম ইত্যাদি গাছ শোভাবর্ধনে রাখা হয়। অফিস ছাড়াও বিয়ে, ইভেন্ট, মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে দৈনিক চুক্তিতে গাছ ভাড়া দেওয়া হয়।

এসব অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য ইনডোর প্লান্টের পাশাপাশি কিছু ফুলের গাছও রাখতে হয়। গাছের রক্ষণাবেক্ষণ শুধু গাছ ভাড়া দিলেই চলবে না, ভাড়া দেওয়া গাছগুলোর পরিচর্যারও প্রয়োজন আছে। এ জন্য সপ্তাহে দুই-তিন দিন অফিসগুলোতে গিয়ে গাছে পানি দিতে হবে। রকমভেদে সপ্তাহ, ১৫ দিন বা এক মাস পর গাছ বদলে নতুন গাছ দিতে হবে। বদলানো গাছগুলো ছায়াযুক্ত খোলামেলা জায়গায় রাখতে হয়।

এ জন্য শহরে বাড়ির ছাদ এবং গ্রামে বাড়ির পাশে খোলা জায়গা ব্যবহার করতে পারেন। পোকামাকড় অথবা রোগবালাই দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থাও নিতে হবে। আবার গাছ থেকে চারা তৈরির কিছুটা জ্ঞান থাকলে একবার গাছ কিনে তার থেকেই নতুন চারা তৈরি করা যায়। এতে ব্যবসার পরিধি বৃদ্ধি করলে নতুন করে তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না। তবে এ জন্য চারা উৎপাদনের পাশাপাশি আঁটি তৈরি করার পদ্ধতিও জানা থাকতে হবে।

ইনডোর প্লান্টের মাটিতে জৈব সার ও গোবর ছাড়া অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। লাভ কেমন সফলভাবে গাছ ভাড়া দেওয়ার ব্যবসা করছেন নুরুল ইসলাম। তিনি জানান, এ ব্যবসায় একবার বিনিয়োগ করার পর তেমন কোনো খরচ করতে হয় না, তাই লাভ বেশি। ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারলে একবার গাছ কিনে তা দিয়ে অনেক দিন ব্যবসা করা যায়। ইনডোর প্লান্টের ভিন্নতা অনুসারে গাছের ভাড়া নির্ধারণ করা হয়।

সাধারণ অফিসগুলোতে মাসিক হিসাবে এবং বিয়ে, ইভেন্ট, মেলা বা প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানে দৈনিক হিসাবে গাছ ভাড়া দেওয়া হয়। অফিসগুলোতে প্রতিটি গাছের মাসিক ভাড়া ৫০ থেকে ১০০ টাকা এবং বিভিন্ন অনুষ্ঠানে দৈনিক ভাড়া ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। সুত্র : কালরে কন্ঠ  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।