আমাদের কথা খুঁজে নিন

   

।। তাজউদ্দীনকে বাংলাদেম যথার্থ মূল্যায়ন করেনি।।

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তাজউদ্দিন আহমদের ৮৮ তম জন্মদিন। সবচেয়ে দুঃখজনক বিষয় হল খুব অবহেলার সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকায় সেই খবর ছাপা হয় ভেতরের পাতায়। আওয়ামী লীগ সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী এই রাজনৈতিক ব্যক্তিত্বকে। বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দীনের দূরত্ব সৃষ্টি হলে বঙ্গবন্ধু তাঁর সুদীর্ঘ ৩০ বছরের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মীকে ভুল বুঝেন।

যে কারণে ১৯৭৪ সালের ২৬শে অক্টোবর তাজউদ্দীন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন। রাশিয়া ও চীনে অক্টোবর বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়েছিল। আর বাংলাদেশে ১৯৭৪ সালের ২৬শে অক্টোবর এক নিরব বিপ্লব ঘটেছিল। সেটা হল বাংলাদেশ সেদিন থেকেই সমাজতন্ত্রের আদর্শ থেকে মার্কিন দুবৃত্তায়নপুষ্ট পুঁজিবাদের দিকে গমন করলো। যে পুঁজিবাদের করালগ্রাসে দেশে গণতন্ত্রের নামে এক এক বিশাল কালোবাজারী দুর্নীতিগ্রস্থ বৈষম্যমূলক রাজনীতির প্রচলন ঘটলো।

তাই অক্টোবর হল বাংলাদেশের জন্য কালো বিপ্লবের মাস। তাজউদ্দীন আহমদের জন্মদিনে এই নেতার প্রতি আমার সশ্রদ্ধ ছালাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।