ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে। :)
রাত সাড়ে এগারটা।
পরিচিত একজনের রংপুর থেকে ঢাকা আসার কথা। টাকা পয়সা সাথে থাকবে তাই আমি আমার ফুফাত ভাই (এইস এস সি দিলো এবার ) কে সাথে নিয়ে মহাখালী কাচাবাজারের মোড়ে দাড়িয়ে আছি। মোবাইলে জানলাম,বাস আসতে দেরি হবে তাই আমি আমার ভাইকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম।
গল্প করতে করতে মহাখালী থেকে গুলশান যাওয়ার দান দিকে যে মোড় তা ক্রস করতেই দেখলাম কিছু মহিলা/ হিজড়া দাড়িয়ে,বসে আছে। পাশ দিয়ে যাওয়ার সময় নানা উল্টাপাল্টা কথা।
১০০ টাকা দিলেই হবে!
আয় দুইজনে ১০০ দিবি।
আয় না রে!
ওই ভাব নিস না,ঠিকি তো চুডীস!
একজন তো আমার ছোট ভাই এর হাত ধরে টানাটানি করা শুরু করল।
ছোট ভাই সামনে এরকম বিব্রতকর অবস্থায় পরে খুব খারাপ লাগতেছিল।
ছোটভাই কিছু বলতে পারতেছে না কিন্তু সে ও খুব লজ্জায় পরে গেছে বুঝতে পারতেছিলাম।
শেষে দুইজন এ কোনোমত চলে আসলাম। সামনে এগিয়ে দেখি ৫/৬ জন পুলিশ বসে। তাদের ক্রস করে সামনে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে দুই জন গল্প করতেছিলাম। কিছুক্ষন পর পুলিশ এসে,এখানে কেন?কি করতেছেন?কার জন্য দাড়িয়ে?জবাব দিলাম।
তারা বলল এখানে থাকেন না,চলে যান। চলে আসলাম,বুঝলাম নিরাপত্তার কোন বিষয় হয়ত আছে।
আমার প্রশ্ন,পুলিশের অবস্থা থেকে একটু দুরেই পতিতা/হিজড়া রা সাধারন জনগণ কে এভাবে বিব্রতকর অবস্থায় পড়তেছে তা কি তারা খেয়াল করে না?পুলিশ / প্রসাশন কি কোনই ব্যবস্থা নিতে পারে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।