এরা হলেন-মো. ইব্রাহীম হাওলাদার, নার্গিস আক্তার ও শারমিন আক্তার।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে মহানগর পুলিশের জনসংযোগ দপ্তরে গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঈদ সামনে রেখে বাজারে ৫০ কোটি টাকার জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল এ চক্র।
রাজধানীর বিভিন্ন বিপণীবিতানে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা ছিল তাদের।
তিনি বলেন, সোমবার রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী কল্যাণপুরে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় অন্য দুজনকে।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ওই বাড়ি থেকে ২৫ লাখ টাকার জাল নোট, দেড় কোটি জাল টাকা বানানোর উপযোগী জলছাপ, নিরাপত্তা সুতা, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সম্বলিত কাগজ, একটি মনিটর, চারটি প্রিন্টার, ইপসন রংয়ের বিভিন্ন ধরনের তিন হাজার কার্টিজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।