শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
আজ (৩০ জুন) সবার প্রিয় ছোট্টমনি আদ্রিতা'র জন্মদিন! (ছোট্টমনি বললাম দেখে রাগ করলে নাকি আপুনি?)
আদ্রিতার ব্যপারে আর কী বলব! আমার কথা ফুরিয়ে যাবে। বা অতটা গুছিয়ে লিখতে পারব না!
ওর ভাষাতেই বলি!
আমি এ্যামন ক্যানো বলো দেখি?!
রাত পেরিয়ে ভোর সূর্যে
সবাই যখন জেগে উঠে
আমি তখন চাদর গায়ে
ঘুমিয়ে পড়ায় মগ্ন !
আমি এ্যামন ক্যানো বলো দেখি?!
সবাই যখন ভীড়ের মাঝে
গোমরা কোনো বিশ্রী সাঁঝে।
আমি তখন বেড়ার তারে
কাক গুণতে ব্যাস্ত !
আমি এ্যামন ক্যানো বলো দেখি?!
কলম হাতে শুভ্র ভাজে
সবাই যখন কাগজ মাজে
আমি তখন এক কোণেতে
ভূত এঁকে যাই মস্ত!...
এই আপুনিটার ব্লগে আমি কিভাবে প্রথম গিয়েছিলাম মনে নেই! তবে একবার যাবার পড়ে প্রতিদিনই চেক করতে যেতাম নতুন লেখা এল কিনা! ছেলেমানুষী অথচ পরিণত চিন্তাভাবনার লেখা গুলো পড়তে খুব ভাল লাগত। ভাল লাগত ওর আঁকা ছবি, কবিতা। তারপর একদিন আপুটা সব লেখা ড্রাফট করে ফেলল! কি কিযে খারাপ লেগেছিল বলে বোঝেতে পারব না।
তারপর যখন আপুটা ফিরে এল এল, ওর ব্লগে গিয়ে বেশ অভিমানী একটা কমেন্ট করেছিলাম।
আদ্রিতার কোন লেখা আমার প্রিয়তে নাই। কেন নেই? কারণ ওর বেশিরভাগ লেখাই আমার ভাল লাগে! কটাই বা আমি প্রিয়তে নেব! ওর ব্লগটাই আমার কাছে প্রিয় লেখার লিস্ট। একটা দারুণ সত্যি কথা হল, আমার মন বেশি খারাপ হলে আমি আদ্রিতার ব্লগে যাই। আমার মন ভাল হয়ে যায়
যাই হোক! আজ আপুনিটার জন্মদিন! আপনিটার জন্য অনেক অনেক শুভেচ্ছা!! অনেক বড় হোক আদ্রিতা।
তার স্বপ্ন পুরণ করুক। মামা-বাবার মুখে হাসি ফোটাক। "আদ্রিতা" নামটাই যেন হয়ে উঠতে পারে একটা উদাহরণ!
জন্মদিনে অনেক শুভকামনা! শুভ জন্মদিন!
(আমার জানামতে আজ ব্লগার আরিশ ময়ুখ এবং বোকা ছেলে'র ও জন্মদিন! ডাচম্যানের পক্ষ থেকে তাদের সবাইকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।