আমাদের কথা খুঁজে নিন

   

কাল সকালে ঘুম ভাংতেই শুনবে যখন আমার

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কাল সকালে ঘুম ভাংতেই শুনবে যখন আমার মরন খবর তোমার আঁচল দিয়ে কাফন বানিয়ে আমাকে দিয়ে যেও কবর। । ভুলেও ভাবিনি তুমি আমাকে করে দেবে পর অন্যকারো সাথে বাঁধবে সুখে ঘর। ।

জানবে চিরদিন তুমি বিহীন বাঁচবোনা পৃথিবীতে একটি প্রহর.তোমার আঁচল দিয়ে কাফন বানিয়ে আমাকে দিয়ে যেও কবর। । মরেও কবরে আমি পাবোন এতটুকু সুখ চোখের জলে তোমার ভাসলে বুক তোমার ঐ ভূবন সাড়া জীবন হয় যেন সুখে ভরা ফুলেরই বাসর। । তোমার আঁচল দিয়ে কাফন বানিয়ে আমাকে দিয়ে যেও কবর।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।