ভ্রমণ বাংলাদেশের বন্ধুরা নিয়মিত দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে থাকে । এরই ধারাবাহিকতায় আগামীকাল ও পরশু আমরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ যাব ।
আজ রাত ১০.৪৫ মিনিটের পদ্মা ট্রেনে আমরা যাত্রা শুরু করবো । কাল সকালে রাজশাহী নেমে নাস্তা খেয়ে পুটিয়া এরপর বাঘা যাব ।
এরপর রাজশাহী শহরে জাদুঘর, বিশ্ববিদ্যালয়, শাহ মখদুম রূপোষ (রহ এঁর দরগাহ ,পদ্মার পাড়,রাজশাহী বড়কুঠি দেখবো ।
সন্ধ্যার বাসে চাঁপাই যাব ।
একটি মাইক্রোবাস ভাড়া করে সকালে চাঁপাই থেকে সোনামসজিদ যাব । ছোট সোনামসজিদ, বড় সোনা মসজিদ , বর্ডার, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি:, দারসবাড়ী মসজিদ ও মাদ্রাসা, খঞ্জনদীঘির মসজিদ, চামচিকা মসজিদ, তিন গম্বুজ মসজিদ ও তোহাখানা, শাহ নেয়ামতউল্লাহর সমাধি, কোতোয়ালী দরওয়াজা, দাফেউল বালা, বালিয়াদীঘি, কানসাটের জমিদার বাড়ী, চাঁপাই জামে মসজিদ, জোড়া মঠ, বারঘরিয়া মঞ্চ, মহারাজপুর মঞ্চ, সর্ববৃহৎ দূর্গাপুজা (বাইশ পুতুল) দেখে রাতের বাসে ঢাকা ।
চাঁপাইনবাবগঞ্জ শহরে কি কি দেখার আছে কেউ জানালে উপকৃত হব ।
আর কোন পরামর্শ থাকলে জানাতে পারেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।