আমাদের কথা খুঁজে নিন

   

ডঃ ইউনুসের নতুন ধান্ধা। আসা করি ইউনুসের হাত ধরে আরেকটি নোবেল প্রাইজ বাংলাদেশে আসবে।

http://www.facebook.com/Kobitar.Khata ইউনুসের নতুন ধান্ধার নাম সামাজিক ব্যবসা ডঃ ইউনুসের ক্ষদ্র ঋণ এর মডেলটি পশ্চিমা দুনিয়া লুপে নিয়েছিল। আর সেই মডেলটির জন্য তাকে সবোর্চ্চ সম্মানই পশ্চিমারা দিয়েছে। এই বিষয়ে জানতে হলে আপনাকে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে। ডঃ ইউনুস কেন নোবেল প্রাইজ পেয়েছিল তা কি আপনারা জানেন? ইউনুসের ক্ষুদ্রঋণ এর ধান্ধা টি কাজে লাগিয়ে আজ সারা দুনিয়ার পুঁজিবাদি মহল দারিদ্রতাকে লালনপালন করে দু'পয়সা কামিয়ে নিচ্ছে। আমার এই কথার সাথে যারা দ্বিমতপোষণ করবেন তারা দয়া করে আমাকে একটি প্রশ্নের জবাব দিয়ে যাবেন, গ্রামীন ব্যাংক থেকে ঋন যারা নিয়েছে তারা দ্রুত ধনী হয়েছে নাকি গ্রামীন ব্যাংক দ্রত ধনি হয়েছে? এই প্রশ্নের জবাব থেকেই পাওয়া যাবে কে ক্ষদ্রঋণ দিয়ে লাভবান হচ্ছে।

সামাজিক ব্যবসা নামে গ্রামীন নতুন একটি ধান্ধা শুরু করেছে। আশা করছি এটা বিশ্বব্যাপি আলোচিত হবে এবং আরেকবার বাংলাদেশকে নোবেল পাইয়ে দেবে। এই ব্যবসার মূল কথা হলো আপনি ব্যবসার জন্য টাকা দেবেন কিন্তু কোল লাভ পাবেন না। কিন্তু আপনার টাকা খাটিয়ে বড়বড় বোয়াল মাছেরা ঠিকই দুপয়সা কামিয়ে নেবে। বিনিময়ে অবশ্য কিছু কাজ তারা আপনাকে দেখাবে।

বিস্তারিত বললাম না আশা করি নিজেই বুঝে নিতে পারবেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।