এখানে আমার মনে জা আসে আমি তাই লিখি। যদি কোন দিন কোন প্রকার খারাপ কিছু লিখে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ভাই আজ আমার আনন্দের দিন কারন আজ আমার ওয়েবসাইট গুগল এর রেঙ্ক পেজ পেয়েছে। ০ থেকে ৪ হয়েছে...... আমি কল্পনা করতে পারিনাই ... এটা হবে ...
আজ আমি আপনাদের কে এমন এক বেক্তির কথা বলব জিনি ইন্টারনেট/ ওয়েবসাইট আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর বিনা মূল্যে দিয়ে থাকেন সম্পূর্ণ বাংলাতে ... তিনি তার ব্লগ এর মাধমে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে লিখে থাকেন... আমি ওনার কোন পরিচিত বেক্তি নই ... আমি ওনার একজন ছাত্র মাত্র ... ওনার দেয়ে পরামর্শে আমার ওয়েবসাইট এর রেঙ্ক শূন্য থেকে চারে পৌঁছে গেছে মাত্র ১০ দিনে ।
আমি যে বেক্তির কথা বলছি ওনার নাম জিন্নাত উল হাসান, হাসান ভাই নামেই এই বেক্তি বেশি পরিচিত। ১৯৮১ সালে নীলফামারীতে তাঁর জন্ম।
২০০৫ সালে লন্ডনে গিয়েছিলেন। বর্তমানে মাষ্টার্স শেষ করে একটি বহুজাতিক কোম্পানীতে ওয়েবমাস্টার হিসেবে কর্মরত আছেন। বাংলা ভাষায় সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট থেকে আয়ের কৌশল বিষয়গুলো নিয়ে খুব একটা ওয়েবসাইট কিংবা ব্লগ খুঁজে পাওয়া যায় না। কিন্তু হাসান ভাই এর এই ওয়েবসাইটটিতে এসব বিষয় সম্পর্কে জানতে পারবেন। জিন্নাত উল হাসান বলেন “আমি ২০০৬ সাল থেকে গুগল, সার্চ ইঞ্জিন, ইন্টারেনেটে আয়ের উৎস ইত্যাদি বিষয়ে পড়াশুনা করেছি এবং সফলতাও লাভ করেছি।
আমি তাই আমার জ্ঞান আর অভিজ্ঞতাগুলো আমার ব্লগে লিখতে চেষ্টা করব তাই ব্লগটি পড়ার সাথে সাথে মনে প্রশ্ন জাগলে কিংবা মন্তব্য করতে চাইলে কার্পন্য বোধ করবেন না – আপনার অংশগ্রহন আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে”।
জিন্নাত উল হাসান ভাই এর ব্লগ এর ঠিকানাঃ জিন্নাত উল হাসান (ডট) কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।