আজ বাহিরে ছিল বৃষ্টি , আর আমার চোখে জল। ধূসর মেঘ জমে জমে যেমন করে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, দু:খ গুলোও তেমনি করে হয় অশ্রু। কিন্তু ,এমনতো হবার কথা ছিল না! আমি তো হতে চেয়েছিলাম রংধনু- একে একে সাতটি রঙ মাখতে চেয়েছিলাম এই মনে, উড়তে চেয়েছি পাখির মত ডানা মেলে, ছুটে যেতে চেয়েছি দূর দিগন্ত রেখায়- বহুদূরে, তোমার কাছে.. তবে কি ভুল ছিল আমার চাওয়া পাওয়ার পবিত্র স্বপ্নগুলোয়? নাকি ভুল ছিলে তুমি! কেন আজ কষ্টের নীল বেদনায় ক্ষত-বিক্ষত এই মন, পথচলায় ক্লান্ত এই মন তবুও কেন খুঁজে ফেরে তোমায় নির্লজ্জ বেহায়ার মত! চমকানো বিদ্যুতের মত ঝলসে ওঠা স্মৃতিগুলো এখনো আমায় কাঁদায়। ভাবিয়ে তোলে নতুন করে। স্মৃতির পাতাগুলো থেকে তন্ন তন্ন করে ভুলগুলো খুঁজে বেড়াই। চোখের সাথে পাল্লা দিয়ে মনটাও হয়ে ওঠে ঝাপসা, ভালবেসে ছুটে যেতে ইচ্ছা করে তোমার কাছে - সেই সব পুরোনো দিনের মত...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।