আমাদের কথা খুঁজে নিন

   

IUT-BUET বাক- দ্বন্দ্ব

ইদানীং বুয়েট-আইইউটি নিয়ে বেশ বচসা হচ্ছে।কিছুদিন আগে ফেসবুকে একটি গ্রুপ খোলা হয় BUET-KUET-RUET-CUET নিয়ে।পরে এর নাম করা হয় BUET-IUT-RUET-KUET-CUET নামে।গ্রুপে প্রথম থেকেই IUTকে নিয়ে নানারকম তিক্ত কথা চলতে থাকে।কেউ কেউ আবার এও বলে যে বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল উইনিভার্সিটি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল উইনিভার্সিটি অব উইমেন।তাদের জন্যে বলা হচ্ছে,IUT OIC(Organization of Islamic Conference) পরিচালিত বাংলাদেশে ইন্টারন্যাশনাল উইনিভার্সিটি।IUTকে নিয়ে যেসব জঘন্য সমালোচনা করা হয়েছে তা সত্যিই দুঃখজনক।একপর্যায়ে গ্রুপের নাম দেয়া হয়েছিল BUET-MADRASA-KUET-CUET-RUET.যার ফলে বিবাদ আরও বেড়ে যায়।IUT-BUET উভ্য় প্রতিষ্ঠানের ছাত্ররাই জড়িয়ে পড়ে বাক-বিতণ্ডায়।এখন কথা হচ্ছে এতে লাভ কাদের হচ্ছে?IUT ভাল না BUET ভাল তা না ভেবে নিজেরা কি করছি তা ভাবাই শ্রেয় নয় কী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।