চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে আমের ‘মাছিপোকা’ দমনে কীটনাশক ব্যবহার না করে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার শুরু হয়েছে। পরিবেশবান্ধব এই ফাঁদকে কোথাও কোথাও ‘জাদুর ফাঁদ’ও বলা হয়ে থাকে।
দু-তিন দিকে কাটা-ফাঁকা স্থান দিয়ে মাছিপোকা ঢুকতে পারে, এমন একটি প্লাস্টিকের কনটেইনার বা বোতলের নিচে রাখা হয় গুঁড়াসাবানমিশ্রিত পানি। আর ওপরে ঝোলানো থাকে হরমোন-জাতীয় সেক্স ফেরোমেনের একটি ছোট পুঁটলি। সেই পুঁটলি থেকে বের হয় স্ত্রী মাছিপোকার শরীরের সুগন্ধ।
এই গন্ধ সাধারণত তৈরি হয় মাছিপোকার মিলনের আগে। গন্ধে মাতাল হয়ে পুরুষ মাছিপোকা ছুটে আসে ফেরোমেন পুঁটলির দিকে। সেখানে প্লাস্টিকের পাত্রের গায়ে ধাক্কা খেয়ে নিচের গুঁড়াসাবানমিশ্রিত পানিতে পড়ে মারা যায় ওই পোকাগুলো।
চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর উদ্যানতত্ত্ব কেন্দ্রের (হর্টিকালচার সেন্টার) আমবাগানে গিয়ে দেখা যায়, মাছিপোকা দমনে ফাঁদের ব্যবহার। স্থানীয় আম ব্যবসায়ী আমির হোসেন জানান, কেন্দ্রের বাগান ছাড়াও তাঁদের কেনা আরও আমবাগানে এই ফাঁদ ব্যবহার করা হচ্ছে।
ফাঁদ ব্যবহার সম্পর্কে তিনি জানান, অর্ধেকেরও কম টাকা খরচে মাছিপোকা দমন করা সম্ভব হচ্ছে। এ ছাড়া বেশিসংখ্যক শ্রমিক নিয়োগ করে যন্ত্রপাতি দিয়ে কীটনাশক ছিটানো ঝামেলার ব্যাপার। এ থেকে মুক্ত থাকা যাচ্ছে।
উদ্যানতত্ত্ব কেন্দ্রের সহকারী উদ্যানতত্ত্ববিদ শাহীন সালে উদ্দীন জানান, আমে মাছিপোকা দমনে এই ফাঁদের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এই ফাঁদ একে তো পরিবেশবান্ধব, তার ওপর কীটনাশক ব্যবহারের তুলনায় ৭০ ভাগ কম খরচে এই পোকা দমনের ব্যবস্থা করা সম্ভব।
মাছিপোকা দমনে এই পদ্ধতি ৮০ থেকে ৯০ ভাগ কার্যকর। এ ফাঁদের ব্যবহার বাড়লে কীটনাশকের ব্যবহার কমবে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।