Cheiro Sharier এর বাংলা ব্লগ এমন আঘাত দাও মোরে, যেন ভুল করে ঘৃনা ভরে, নাম নিতে ঘৃনা করে! যে ব্যাথা দিচ্ছো আমায়, এতো অন্য রকম , শুধু এক পাষান হ্রদয়, কষ্ট হয় তবু ঘৃনা হয়না মৃত্যু নয় অসহ্য যন্ত্রনা, নিঃশেষ হয়ে ও শেষ হয়না।! হয় বাঁচাও নয় মেরে ফেলো যে কোন একটি করো, এমন নির্লিপ্ত থেকোনা…................. নাকি কি চাওনা-ভুলে যাই,! ঘৃনা করি তোমায়? তোমার শ্রেষ্ঠে’র মান, এ হ্রদয়ে হোক আপমান?! স্বাভাবিক ভাবে-সবার মতো করে দেখি তোমায়, তা কি চাওনা?! শ্রেষ্ঠ হয়ে রবে অন্তরে কিন্তু ভালোবাসবে না!!! ভালোবাসি চাইবে না আবার ঘৃনা ও করবো না , কি অদ্ভুত ভাবনা ……..............! তবে কি এর নাম -“ছলনা”? না না- এতো তা নয় , তবে কি স্ববিরোধী চেতনা?! নাকি চাও সাধারন হতে ? নয় ভালোবাসা নয় ঘৃনা ? কিন্তু তোমার এ চাওয়া যে আজ পূর্ণতা পাবেনা........................! প্রেয়সী পূর্ব যেমন ছিলে সে আজ কল্পনারও আঁধার, নেই সে সাধ্য- নেই সে ক্ষমতা তোমায় নিয়ে মাঝামাঝি কিছু ভাবার.........! তুমি পৌঁছে গেছো ঐ মধ্যাকর্ষনে জীবন-মৃ্ত্যুর সন্ধিক্ষনে , তাই আমায় দাও ধবংস করে না হয় নিজেকেই ধবংস করো এ অন্তরে। হয় প্রচন্ড ঘৃনায় অপমৃত্যু তোমার অথবা ভালোবাসার কোন আবকাশ নেই আর সূস্থ-স্বাভাবিকতার...........................। তাই প্রার্থনা-করোজোড়ে দয়া করো মোরে, তোমায় পাবার স্বাধ নেই আর কল্পনার ও সাধ্য নেই কল্পনার,! আমি পথ খুঁজি বাঁচার বাঁচাও আমায়-মুক্তি দাও, বুক ভরে শ্বাস নিতে দাও অসহ্য যন্ত্রনা- নিঃস্প্রান অসাড় এ বেঁচে থাকার তোমার নির্লিপ্ততা মহাবিশ্বের মহা অবিচার , ঐ স্রষ্টা আর ইতিহাসে ক্ষমা নেই তোমার.............................. তাই দয়া করো সাহায্য করো , “প্রচন্ড ঘৃনা” চাই আমার তোমায় চিরতরে ভুলে থাকার আত্বনার্দ এ আত্বার.............................. ফিরে যেতে চাই-ফিরে যেতে দাও, তুমি হীনা পূর্বাবস্থায় , যেমন ছিলাম আমি সেই চেতনায়....................................! কিন্তু এও ভাবি কি করবে তুমি? অন্য প্রেমে-বাহুবদ্ধনে-কারো ঘরনী হয়ে অথবা কোন আবাঞ্চিত সন্তান ধারনে,! অশ্লীল-কূৎসিত-কদাকার বিভৎস-উদ্যোমে উদ্ব্যত উশৃংঙখলে-ব্যাভিচারিনী হয়ে ,! আবিভূত হও এ ছাড়া অন্য কোন রুপে সে ঘৃনা পাবার যোগ্যতা অর্জনে ,!!!! এ নয় আবেগ- বিবেগের চিৎকার আমি জানি আমায়-এমন করে ঘৃনা সৃষ্টি হবেনা- আজ তোমার জন্যে। সে দূর্গম-দূর্ভেদ্য পথ জানা নেই আমার তবু চেষ্টা করো অন্য- পুনঃ পুনঃ বার , দয়া করো - দোহায় ঐ স্রষ্টা’র......... আমি ও যে বলি-স্রষ্টা’রে, সে শক্তি দাও মোরে, যেমন করে হ্রদয় তারে শ্রেষ্ঠ ঘৃনা করে…….................................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।