আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। গুলশান - বনানী কে ঢাকা শহরের খুব প্রাইম একটা জায়গা ধরা হয়। গুলশান জায়গাটার ভ্যালু অন্য জায়গার থেকে একটু বেশী হওয়ায় এই এলাকায় অনেক বড় বড় শিল্পপতি, নেতা এবং ভালো চাকুরী করছে এরকম লোক বেশী থাকে।
কিন্তু বর্তমানে এই গুলশান এর যা অবস্থা বিশেষ করে গুলশান ১ এর রাস্তা ঘাট এর যা অবস্থা তা অত্যন্ত শোচনীয়। বর্তমানে এই রাস্তা দিয়ে হাটা দুরুহ ব্যাপার। আজকেই আমার সামনে এক লোক বলছিল - এই যদি হয় গুলশান এর অবস্থা তাইলে অন্যান্য জায়গার কি অবস্থা। এই খানে যে এত বড় নামী দামী লোকরা বসবাস করছে তাদের চোখে কি কিছুই পড়ছে না ?? নাকি তাদের কাছে এইসব কে কোন সমস্যা বলে মনে হয় না । এইখানে অনেকেই আছে যারা গুলশান ১ এ যান তাদের অফিস করতে।
ওখানে গুলশান ১ ডিসিসি মার্কেটের পিছনের অবস্থা দেখলে মনে হবে আপনি কোন বস্তিতে আসছেন। পুরা রাস্তা কাদায় ভরা, ময়লা বস্তায় পরিপূর্ন, গন্ধে হাটা যায় না । গুলশান ১ এর মোড় থেকে মহাখালীর দিকে যেতে ডিসিসি মার্কেটের একটু সামনেই আরো দুটো গলি আছে যা দিয়ে গুলশান আবাসিক এলাকার ভিতরে ঢুকা হয়। ওই দুটো গলির অবস্থাও একই রকম প্রায়। খালি ময়লার বস্তাটাই ওভাবে চোখে পড়বে না।
রাস্তা কাটার কারনে এবং ভাংগা রাস্তার কারনে সারাক্ষন জ্যাম লেগেই থাকে এই রাস্তায়। যাই হোক আজকে বিকালে সন্ধ্যার দিকে কয়েকটা ছবি তুলেছি। আমার মোবাইল এর ক্যামেরাটা অত ভালো না। তাও চেষ্টা করে কিছু ছবি তুল্লাম। আসুন দেখি ছবি গুলা ।
আমাদের উন্নতি কবে হবে। আমার মনে হয় ঢাকা শহরের সব খানেই এই ধরনের চিত্র দেখা যায়। আমরা কি কখনোই একটু সুন্দর শহর পাবো না। কি দোষ করসি আমরা যে আমরা কেন এই দুর্ভোগ পোহাচ্ছি। প্রতিদিন পেপারে খালি বিচার এর খবর।
এই দশ ট্রাক অস্ত্র মামলা । এই দুর্নীতি মামলা, মানি লন্ডারিং মামলা আর যুদ্ধাপরাধীদের বিচার এর মামলার কথা না হয় নাইই বললাম । আমি এই বিচার এর বিপক্ষে নই। কিন্তু এই বিচার দিইয়ে হবে টা কি ?? পূর্বের কাজের বিচার করতে করতে তো আমরা আমাদের বর্তমান হারিয়ে ফেলছি। আশ্বাস নিয়ে আমরা আর কতদিন বেচে থাকব।
আমরা কি অধিকার রাখি না একটু সুন্দর সুস্থ শহর পাওয়ার। আমাদের দোষ কোথায় যে আমাদের এসব থেকে বঞ্চিত করা হচ্ছে।
জানি আমার কথায় রাস্তা ঘাট উন্নয়ন হবে না । এই লিখাটা বলতে গেলে বৃথা। আর কথা পাচ্ছি না।
সামনে আরো ছবি এবং কথা যুক্ত করে লিখাটি রিপোস্ট দিব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।