একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি অনেক দিন আগের লেখা এটাকে ঠিক কবিতা বলা যায় কিনা আমি জানিনা । তবু ও কবিতার নামেই ব্লগার ভাইদের এবং আপুদের জন্য নিবেদন করলাম । এই সত্য হয়ত কখনো বলা হতোনা কেউ জানতই না বুকের ভেতর বয়ে চলা , বরফ চাপা নদীটার নাম ভালবাসা । কেউ হয়ত জানত না অনুভূতির অন্য নাম; -ভালবাসা । ফুল দেখলে কেন থমকে দাড়াতে ইচ্ছে করে ? কেন শেষরাতে শিশিরের শব্দে ঘুম ভাঙ্গে ?? বৃষ্টির ছন্দে মন উদাসি হয়ে সুদূরে হারায় কেন ? কৃষ্ণচুড়ার লালা দেখলে বুকটা কেন হু হু করে উঠে ?? কেন দু'চোখের নদী বাঁধ ভেঙ্গে নিচে নেমে আসে ??? মাঝে মাঝে কেন চিৎকার করে বলতে ইচ্ছে করে...................... এই সবই না বলা সত্য । সব জীবনেই এই সত্য আসে ধ্রুব হয়ে !! সবুজ ঘাসের একটা সৌন্দর্য্য সবাই দেখি সেই সুন্দর অপরুপ হয় যখন তার বুকে শিশির ঝরে !!! আমি সেই "অপরুপ" বিশেষণের কথা বলছি । না বলা সত্যের কথা বলছি !!!! সেই লাইনের কথা বলছি যাকে ব্যাকরণ কোন চিন্হ দিয়ে আটকাতে পারেনি । অনন্তকাল ধরে রচিত হওয়া সেই লাইন সেই পুরনো অথচ চির নতুন শব্দ "ভালবাসা"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।