আমাদের কথা খুঁজে নিন

   

DU EVENING MBA তে চাঞ্চ পাবার জন্য কোচিং করার দরকার আছে কি?করলে,কোথায় করলে ভালো হয়?(জানা থাকলে প্লিজ জানাবেন)

ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে। :) অনেকে বলেন নিজের বেজ ভালো থাকলে নাকি এমনিতেই চাঞ্চ পাওয়া যায়। তাছাড়া পড়লেও হয় না। জানিনা কি হবে আমার ক্ষেত্রে। আমার বিষয় এবার বলি,সারাদিন অফিস করি।

সপ্তাহে দুই দিন ছুটি। সময় আছে নিজে নিজে পরার। কিন্তু নিজে নিজে পড়তে পারতেছি না। কিছুক্ষন পরার পর আর ভালো লাগে না। তাই কোচিং এ ভর্তি হতে চাচ্ছি।

সেখানে অন্তত কিছু শিডিউলের ভিতর থেকে পড়াশোনা হবার সম্ভাবনা আছে। আসলে এবার ই ভর্তি হতেই হবে। পরবর্তীতে সময় নাই। তাই চাঞ্চ পেতেই চাই। আর ইংরেজিতে সিনোনিমস এর অংশে এবং এনালিটিকাল এনালাইসিস অংশে কিছুটা সমস্যা ফেচ করতেছি।

গনিত অংশে সময় বেশি লাগতেছে তাছাড়া মোটামুটি পারতেছি। সেজন্য কোচিং করতে চাচ্ছি। তাছাড়া খুব ভালো গাইডলাইন ও নাই কাছে। আপনাদের অভিজ্জ মতামত একান্ত কাম্য। এক্ষেত্রে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বা তার পর থেকে কোচিং টাইম হলে ভালো হয়।

যারা জানেন তারা অনুগ্রহ করে জানাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।