আমাদের কথা খুঁজে নিন

   

আর কতদিন থাকবো??

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। একদিন সবাই মরবে। আজকের আমি কালকে যদি না থাকি তখন কি হবে? একটা জিনিস চিন্তা করে দেখলাম, এখন আমি বেঁচে আছি, আমার একটা দেহ আছে, হাত আছে, পা আছে। অথচ হঠাৎ করে একদিন দেখবো যে, আমি আছি অথচ আমি সবার মাঝে নেই- মরে গেলে যদি নিজের লাশ দেখতে পাই তখন কেমন লাগবে? কতদিন বেঁচে থাকবো আর? বছরগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। এই সেদিনের কথা- নিমতলিতে ভায়াবহ অগ্নিকান্ড হলো।

পত্রিকায় আসলো সেই খবর। মনের মাঝে এখনো জ্বল জ্বল করছে সেই ছবিগুলো। এরই মাঝে একবছর কখন পার হয়ে গেলো টেরই পেলাম না। এভাবেই একের পর এক বছর কেটে যাবে। বুঝতেই পারবো না, কখন আমার সময় এসে যাবে।

তারপর চলে যাব পৃথিবী ছেড়ে। চলে যাব চিরদিনের মত। আর কখনো ফিরে আসবো না- কখনো না। এই পৃথিবীর চিরচেনা জগৎ ছেড়ে হারিয়ে যাব অজানায়। পেছনে ফিরে তাকানোর উপায় থাকবে কি? আর কতদিন আছি এই পৃথিবীতে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।