আজ ও নিজের মাঝে অসাধারণের ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারনরুপে আবিষ্কার করি । মন্দ কি ভালই তো আছি । পাকিস্তানি গোয়েন্দাসংস্থা আইএসআই নাকি জামাতিদের তলে তলে সহযোগিতা দিচ্ছে!বড্ড হাসি পাইল। শালার পোলারা নিজের পাছার নিরাপত্তা দিতে পারে না অহরহ মারা খাইতাছে আর এখন এই খাটাশগুলা নিজেদের লিঙ্গ থেকে বহু আগেই খৎনা হয়ে যাওয়া জারজগুলারে বাঁচাইতে ফাল পারতাছে!সাথে নাকি তুরস্কের মাগীর দালালগুলাও মদদ দিতাছে।
চান্দুরা এইটা ফাকিস্তান না যে রাস্তার পাশে বোমা পুইতা পুইতা রাখবা আর মানুষগুলা তোগো কুত্তা বিলাইয়ের লাহান মরব!!!এই দেশে বসবাসকারী প্রতিটা বাঙালি তাদের আত্মসম্মানবোধকে জীবনের চাইতেও বেশি দাম দেয়।
তা মাত্র ৪২ বছরের ব্যাবধানেই ভুইলা গেলি?তোরা যদি মনে করছ তোদের এইসব কান্ডকীর্তি দেইখা এই ২০/২৫ বছরের পোলাপানগুলা ঘরের কোণায় আশ্রয় খুজবে কিংবা প্রেমিকার শাড়ির আঁচলে মুখ লুকাবে তবে তোরা মুতের সাগরে হাবুডুবু খাচ্ছিস।
৫২, ৭১ কে একটু কষ্ট করে মনে করার চেষ্টা কর। কি দেখছিস?রফিক-জব্বার নাকি হামিদুর-মতিউর?? তারাও কিন্তু তখনকার টগবগে তরুন ছিল। সময়ের প্রয়োজনে, স্বাধীনতার ডাকে তারা ঠিকই মায়ের বুক চিড়ে, বাবার শাসনের শিকল ছিন্ন করে বেরিয়ে এসেছিল। মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু তাদেরই সন্তান।
একবার যখন ঘর থেকে বের হয়েছি তখন খেলা শেষ না করে আর ফিরছি না। সময়মত প্রীতম ভাইয়ের আবার একাত্তর কিংবা সহযোদ্ধাদের হুইসেল শুনলেই দলে দলে বেরিয়ে আসব।
***জনতার সংগ্রাম চলছে, চলবে...জয় বাংলা*** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।