কতদিন কৃষ্ণঁচূড়া দেখিনা, কতদিন বৃষ্টির জলের অপেক্ষায় থাকিনা চাতক পাখির মত, কতদিন ধুলোমাখা পথে পা বাড়াইনা গন্তব্যহীন পথিকের মত, কতদিন ফুলের সুবাস পাইনা ভ্রমরের মত, কতদিন হৃদস্পন্দন পাইনা শীর্ণকায় দেহের মত, কতদিন ঘুম ভুলে থাকিনা রাত জাগা পাখির মত, কতদিন ক্লান্ত হইনা অলস প্রকৃতির মত, কতদিন আমার মাঝে আমি হারাইনা উত্তাল সাগরের মত, কতদিন চিৎকার করে কাঁদিনা ভূমিষ্ঠ্য শিশুর মত। বিঃদ্রঃ নতুন সিজনাল কবি ভাই....ভুল-ভাল হইলে মাফ করে দিয়েন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।