আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট হতে ঢাকাগামী আন্ত: নগর ট্রেন কালনি কী বন্ধ হয়ে যাবে ?

সিলেট হতে ঢাকা যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী ট্রেন হল কালনি তা কী বন্ধ করার পায়তারা হচ্ছে? আমি গত ১৮/২/১৩ তারিখ হরতালের দিন কালনিতে ঢাকা গেলাম ট্রেন ষ্টেশনে প্রচন্ড ভির ছিল ষ্টেশনে টিকেট কাটতে গেলে বলা হল টিকেট নেই । তারপর কষ্ট করে বেশী টাকা দিয়ে টিকেট কেটে ট্রেনে উঠলাম তারপরতো আমার মাথা গরম । ট্রেনের কয়েকটি বগিতে যাত্রী আছে মাত্র বেশীরভাগ সিটই খালি । এক এটেনডেন্টকে বললাম এ রকম কেন ? সে বলল প্রতিদিনই এরকম সিট খালি নিয়ে ঢাকা যায় ? আর আপনি টিকেট কাটতে যান টিকেট মাষ্টার বলবে টিকেট নেই? আসলে এ ট্রেন বন্ধ করার পায়তারা হচ্ছে? বাস মালিকদের সুবিধা দেয়ার জন্য । আমার মনে হয় ট্রেনের ষ্টাফগণ বাস মালিকদের সাথে আতাত করে এরকম করছে ? যাতে এ ট্রেনটি বন্ধ হয়ে যায় আর বাস মালিকরা এক চাটিয়ে ব্যবসা করতে পারে? এ ক্ষেত্রে তারা ট্রেনের ষ্টাফদের মাসিক মোসাহারাও দিচ্ছে এ রকম শোনা যাচ্ছে ? বিষয়টি ট্রেন কর্তৃপক্ষ তদন্ত করে দেখতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.