মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। আগামীকাল আন্তর্জাতিক নির্যাতন বিরোধী সংহতি দিবস। নির্যাতিত মানুষের সমর্থনে বিশ্ব জুড়ে এ দিনটি পালিত হবে সাড়ম্বরে। এটি জাতিসংঘ ঘোষিত নির্যাতন প্রতিরোধ দিবস।
১৯৯৭-এর ১২ ডিসেম্বর জাতিসংঘ প্রতি বছর ২৬ জুনকে নির্যাতন বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়।
তবে এর প্রেক্ষাপট রচিত হয় আরো আগে ১৯৮৭ সালে। সে বছরের ২৬ জুন বিশ্বের ১৩৭টি দেশ রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও এ কনভেনশনে স্বাক্ষর করেছে।
নানা আয়োজনের মাধ্যমে দেশ জুড়ে এ দিবসটি পালন করবে বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠনগুলো আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিচার বহির্ভূত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বিশেষ ক্ষমতা আইনের ৫৪ ধারাসহ মানবতা বিরোধী বিভিন্ন আইনের ধারা বাতিলের দাবি জানিয়েছে। মানবাধিকার কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কথিত ক্রসফায়ার ধর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারে দ্রুত পদক্ষেপ কামনা করেছে। শুধু রাষ্ট্রীয় নয় পারিবারিক, সামাজিকসহ সকল প্রকার নির্যাতন বন্ধে সচেতনতা গড়ে তুলতে এ দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।