আসুন, দেখুন, ভালবাসুন। সূত্র: কালের কন্ঠ
আজম খানের গান সংরক্ষণে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আজম খানের পারিবারের সদস্যরা জাস্টিশিয়ার্স নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছেন। এই প্রতিষ্ঠান থেকে আইনি সহায়তা দিচ্ছেন ব্যারিস্টার অনীক হক। এ বিষয়ে আজম খানের ছেলে হৃদয় খান বলেন, 'আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, এরই মধ্যে আজম খানের গানগুলো কেউ কেউ নিজেদের ইচ্ছামতো গাইতে শুরু করেছেন।
গানগুলোর সংগীতায়োজন আর সুর থেকে শুরু করে গানের কথা পর্যন্ত বিকৃত করা হচ্ছে। তাই কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ব্যারিস্টার অনীকের সঙ্গে কথা বলেছি। আমাদের চাওয়া, গানগুলো গাইতে হলে আমাদের অনুমতি নিয়ে সঠিক সুরে ও কথায় গাইতে হবে। ' ব্যারিস্টার অনীক হক বলেন, 'আজম খানের তিনজন ওয়ারিশ_হৃদয় খান, অরণী খান ও ইমা খানের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে তাঁরা আর কারো সঙ্গে আলোচনা করবেন না।
যেসব বিষয়ে আজম খানের মেধাস্বত্ব জড়িত, সেসব বিষয় দেখাশোনা করবে জাস্টিশিয়ার্স। কপিরাইট আইন অনুযায়ী, এখন থেকে কেউ নিজের ইচ্ছামতো আজম খানের গানের অ্যালবাম করতে পারবে না। তাঁর ছবি দিয়ে টি-শার্ট বানানো কিংবা টেলিভিশনের কোনো অনুষ্ঠানে তাঁর ভিডিও ফুটেজ ব্যবহার কিংবা তাঁর গান নিয়ে কনসার্টের আয়োজন, অর্থাৎ যেসব বিষয় কপিরাইটের আওতায় পড়বে, সেসব বিষয়ে তাঁর পরিবারের সদস্যদের অনুমতি লাগবে। আর এ বিষয়ে কাজ করবে জাস্টিশিয়ার্স। ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।