আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !! গানের শিরোনামঃ নীল নির্বাসন অ্যালবামঃ চ (শুনুতে পারেন এখান থেকে) .................................................... চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি এলোমেলো আড্ডা, চায়ের গেলাস ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা ডাকছে আমাকে তোমার আকাশ ।। নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ...... এমনও সকাল হয়, অবিরত অপচয় ছাইদানী ভরা থাকে মরা আগুনে যাও মেঘ বলে দাও আমি ভালো নেই জেগে থাকে কথা ক্যান্টিন কোণ ভোরে বেজে ওঠে যে টেলিফোন ভুলে ঢাকা পথ হোক নির্জন একা পথ পড়ে আছে নির্ঝুম ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানলা ডাকছে আমাকে তোমার আকাশ ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা ডাকছে আমাকে, তোমার আকাশ ।। নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ...... এমনও বিকেল আসে তুমি যাও বাইপাসে অচেনা লোকাল বাসে সন্ধ্যে কাবার যাও পথ খুঁজে নাও পথ পালাবার মনে পড়ে যায় গত জন্মের পাপ শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ তুমি নতমুখে মেনে নিলে অভিশাপ সাদা হিমঘর জুড়ে শীতঘুম থাকা ক্লাসরুম পাশে খোলা জানলা ডাকছে আমাকে তোমার আকাশ ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা ডাকছে আমাকে, তোমার আকাশ।। চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি এলোমেলো আড্ডা, চায়ের গেলাস ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা ডাকছে আমাকে, তোমার আকাশ।। নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।