প্রতিদিন অন্তত একটা ভাল কাজ করার চেষ্টা করি । গত ১১ তারিখ রাতে পোলিও নিয়ে সামুতে অনেক পোষ্ট দেখলাম। তখন রাত প্রায় সারে চারটা ,হঠাৎ করে মনে পড়ল আমার সবচেয়ে আদরের বোনটাকে কালকে পোলিও খাওয়াতে হবে । তখন নেটে সার্চ করে যে তথ্য দেখলাম তা দেখে শিওরে না উঠে কোন উপায় নাই । যে কোম্পানি এই ভিটামিন-এ ক্যাপসুল তৈরী করেছে তাদের নিজেদের দেশে তা খাওয়ানোর অনুমতি পায়নাই ।
তাহলে কোন বিশ্বাসে সরকার আমাদের দেশে তা খাওয়ানোর অনুমতি দিল । পরলাম দোটানার মধ্যে , খাওয়ালে অসুস্থের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না , না খাওয়ালেও সমস্যা হবে । তখন সাত পাঁচ ভেবে আম্মুকে ফোন দিয়ে বললাম যে ভিটামিন-এ ক্যাপসুল যেন না খাওয়ায় । একদিন পরে খাওয়ালেও খাওয়াতে পারবে । কিন্তু কে শোনে কার কথা সকাল দশটার মধ্যেই খাইয়ে আনলো ।
তারপর থেকে শুনি অনেক জায়গায় শিশুদের শারিরীক অবস্থার কথা । গত কাল সারাদিন চিন্তায় কেটেছে , আজো চিন্তায় আছি । না জানি আমার প্রানের প্রিয় বোনটার কিছু হয় । এই উদ্বিগ্নের কথা কি সরকার কানে দিবে কিনা জানিনা । আশা করি ভবিষ্যতে এই রকম সিদ্ধান্ত নেয়ার আগে সরকার আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রখবে।
এই সমস্ত বিদেশী কম্পানিকে অনুমতি দেয়ার তিব্র নিন্দা জানাই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।