সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. হোমসেপিয়েন্সের চিন্তা শক্তি ভেসে যাচ্ছে বানের জলে ডিএনএ কোষ গুলো নিরক্ষরতার পারাধিনে শৃঙ্খলিত শুন্য এক ভবিষ্যতের দিকে ধাবমান আজ আকাশ বায়ুকল বিস্ফরিত কিংবা এটমের ঝাঁঝাঁল শ্বাস শিশুকুলে ছড়িয়ে পরেছে যাতনার শৃঙ্খল; যেখানে কৈশরের দীপালিতে রাত জাগে বারবনিতা অনিরুদ্ধ অবরুদ্ধ ঘোরটোপের শিশিরে তোমাদের কিংবা আমাদের যাতাকলে গত হয়েছে কাল লোমকুপের অন্ধকারে হাজারো পাপের ঘাম ঘামে ঘামে লেপ্টে থাকে নিশুতি রাতের প্রেম যুবক কিংবা যুবতীরা আজ দিশেহারা স্পাম ভরা হাজারও নবজাতকের কান্নাভেজা রক্তমাখা লাশ অর্থে আর পাউন্ডের দে্ৗড়ে পিছিয়ে মনুসত্ব পা চাটা কুকুরের মত মানুষ চাটে পিশাচ অর্থ ইশ্বর আজ দিশাহীন উদাশিন অর্বাচীন যেন কোন ফেলাদেয়া নবজাতকের রুদ্ধ শ্বাস। রোবটিক নিউরন কাঠপুটলিতে বেঁচে অবধারিত জীবনের দৌরে পরে থাকে যেনো পাঁচমিশালি অন্তরাত্মা ভালোবাসা জন্ম মৃত্যু পথেরও অনেক পথে অচেনা আর এক নগর শিশির ভেজা স্নিগ্ধ সকাল ঝিরি ঝিরি হাওয়া বন্দি তারা চারদেয়ালের ভ্যাকুয়াম লাইট কর্কে আদর্শ ফুলের গন্ধে ঘুম পাড়ায় না রাত্রি নিঝুম স্ট্যালা এলকোহল আর বারবনিতারা নির্কশ ভালোবাসা। তবুও শহরের একটি কোনে বেচে আছে একটি যুবক দিনে রাতে পান্জা যু্দ্ধে ক্লান্ত প্রায় অচেতন ;সে হিসেব নিকেশের ঘোরে পাউন্ড আর ভালোবাসায় উদ্ভ্রান্ত শুশ্ক পাচ পারর্সেন্ট এ্যলোকোহলে মৃত আজ মোনালিসা। অতপর যুবকটির হিসেব মেলে না। লেটোনস্টোন । লন্ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।