আমাদের কথা খুঁজে নিন

   

এসএমএস-এর মাধ্যমে সুন্দরবনকে ভোট দিতে এসএমএস চার্জ ফ্রি করা হোক

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি আমরা চাই আমাদের দেশের গর্ব সুন্দরবন পৃথিবীর সকল মানুষের কাছে পরিচিতি লাভ করুক,সপ্তাশ্চার্যের চুড়ায় অবস্থান করুক। এ যাবৎ ১১টি ভোট প্রদাণ করেছি। একজনের জন্য এটা কম নয় আশা করি। সামুর লেখক ও পাঠকদের সচেতন করতে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে আমিও একটি পোস্ট দিয়েছিলাম যার শিরোনাম ছিলো " প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে এখনো যারা ভোট প্রদান করেন নাই এ লেখা তাদের জন্য" লিংকঃ Click This Link তবে বিগত চার বছর ধরে একই কথা শুনতে শুনতে একটু ধৈর্য্য হারা হয়ে পড়েছি। আবার কেউ কেউ বলেছিলেন, এটা নাকি এক ধরণের ব্যবসায়।

তখন বুঝি নাই। কারণ আমার ইমেইল একাউন্ট থেকে ভোট দিলে কার লাভ হবে তা মাথায় আসে নাই। কিন্তু যখন শুনলাম মোবাইলের এসএমএস এর মাধ্যমে ভো্ট দেওয়া যাবে ( মোবাইলে সুন্দরবনকে ভোট দিতে আপনার মোবাইলের Message অপশনে যেয়ে টাইপ করতে হবে "SB" তারপর পাঠিয়ে দিতে হবে 16333 নাম্বারে। খরচ ২,৩০ পয়সা প্রতি এসএমএস) তখনই সেই চিন্তা পোকাটা মাথার মধ্যে কট করে একটা কামড় মারলো। চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো যে সপ্তাশ্চর্য নির্বাচন নিয়ে ব্যবাসাও করা যায়।

এসএমএস-এর মাধ্যমে ভোট দিতে আগ্রহীরা এখন থেকে যে কোনো অপারেটরের মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য বিশ্ব ঐতিহ্যের অংশ বাংলাদেশের সুন্দরবনকে ভোট দিতে পারবেন। কিছু দিন আগে ভারতীয় কোন বানেগা ক্রোড় পতির ঢংয়ে দেশ টিভির বাংলা সংস্করণ " কে হতে চান কোটি পতি" প্রোগ্রামে অংশ গ্রহণ করার জন্য কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয় এসএমএস এর মাধ্যমে। লক্ষ লক্ষ এসএমএস করছে আগ্রহীরা। এত বেশী এসএমএস আসবার কারণ অতি সহজ প্রশ্ন !! এসএমএস এর চার্জ ও নাকি ৫ গুণ ৭ গুণ। এতে লাভবান হয়েছে মোবাইল কোম্পানী এবং দেশ টিভি।

আমার মনে হয় যে লাভ তারা করেছে তাতে কয়েক কোটি পুরস্কার তারা দিতে পারবে জনগণের প্রাপ্ত টাকা থেকে। আমার প্রস্তাব যদি আপনাদের এতই দেশ প্রেম, সুন্দরবনকে দেখতে চান পৃথিবীর শপ্তাশ্চার্যের চুড়ায়, তা হলে সুন্দরবনকে বিজয়ী করতে এসএমএস পাঠানোর চার্জ মওকুফ করে দেন। দেখবেন এসএমএস এর বন্যায় আমরা সুন্দরবনকে নিয়ে যাবো সপ্ত আসমানের উপরে। দেশের মোবাইল কোম্পানীগুলো আমাদের কষ্টার্জিত ঘাম ঝড়ানো পয়সায় নিজেদের সম্পদের পাহাড় গেড়ে তুলছেন, গ্রীষ্মের দাবদহে শীতল হচ্ছেন শীতল ঘরে তাদের প্রতি নিবেদন, জাপানীরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই তাদের বাস গৃহ ও অফিস আদালতে এয়ার কন্ডিশনের সংযোগ বিচ্ছিন্ন করেছেন আপনারাও তেমন মহতী উদ্দ্যোগ নিয়ে সুন্দরবনকে সপ্তাশ্চর্য নির্বাচন যুদ্ধে বিজয়ী করতে এসএমএস চার্জ মওকুফ করে দিন। জাতি আপনাদের এই অবদান চিরদিন কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।