আমাদের কথা খুঁজে নিন

   

কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের কিডলি, লিভার, পাকস্থলী, চর্ম, যৌন, ক্যান্সারসহ নানাহবিধ জটিল, কঠিন রোগে আক্রান্ত হচ্ছি। এগুলো থেকে পরিত্রাণের কোন উপায় কি আমরা পাব না?

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে বিবেকের কাছে প্রশ্ন : খাদ্য চাহিদা মেটাতে আমরা প্রতি নিয়ত যে খাবারগুলো খাচ্ছি, তা যে স্বাস্থ্য সম্মত নয় তা আমরা মোটামুটি সবাই জানি। এই ভেজাল খাবার অর্থাৎ কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের কিডলি, লিভার, পাকস্থলী, চর্ম, যৌন, ক্যান্সারসহ নানাহবিধ জটিল, কঠিন রোগে আক্রান্ত হচ্ছি। বাজারে এখন প্রচুর রসালো দেশীয় ফল পাওয়া যাচ্ছে, আমরা আম জনতা এগুলোর রূপ যৌবন দেখে আকৃষ্ট হয়ে প্রতি দিন নিজেরাসহ শিশুদেরকেও খাওয়াচ্ছি। আমার প্রশ্ন হল অতি মুনাফা লোভী এই ব্যবসায়ীগুলো কিন্তু আমাদের দেশেরই, কেউ ভিন দেশ থেকে উড়ে এসে ব্যবসা করছে না। তারা কেউ আমাদের ভাই, চাচা, বাবা, মামা ইত্যাদি।

কেন আমরা নিজেদের এবঙ ভবিষ্য্ৎ প্রজম্মকে পঙ্গু করার দায়িত্ব নিচ্ছি। এক সময় দেখা যাবে পুরো দেশটাই পঙ্গু হয়ে যাচ্ছে। মেধাবী কোন মুখ আমরা দেখব না। ইদানিং ফরমালিনমুক্ত ঘোষণা দিয়েও সেখানে ফরমালিন বা কেমিক্যালযুক্ত খাবার পাওয়া যাচ্ছে। আমরা এখানেতো আরো বেশি প্রতারিত হচ্ছি।

একদিকে খাবারটাতো কেমিক্যালযুক্ত, এর সাথে ফরমালিনমুক্ত ঘোষণা দিয়ে উক্ত ব্যবসায়ী(গণ) আমাদের কাছ থেকে আর্থিক সুবিধাটাও বেশি নিচ্ছে। আমরা আর কতভাবে প্রতারিত হব? তাহলে আমরা কিভাবে এ থেকে পরিত্রাণ পাব। আমরা কি বাঁচাতে পারব না আমাদের ধরনীকে, ভবিষ্যৎ প্রজম্মকে। কবে আমাদের মধ্যে এ বোধটুকু তৈরী হবে যে, আমরাতো আমাদের ধ্বংস করছি। আমাদের চলিত নীতি নির্ধারকগণ, ভবিষ্যৎ নীতি নির্ধারকগণ সবাই ব্যস্ত কে কিভাবে ক্ষমতায় থাকবে, কিভাবে ক্ষমতায় আসবে? আমাদের এ সামান্য চাহিদাগুলো দেখার জন্য কেউ আছে কি??????????????? আর নতুবা সরকার বা যথাযথ কর্তৃপক্ষ এগুলো কেমিক্যাল মুক্ত কিনা যাচাই করার জন্য কোন সহজলভ্য, সাশ্রয়ী উপাদান আম জনতার হাতে তুলে দিবে।

জনতাই তখন তাদের জন্য ভালটা বেঁচে নিতে পারবে। দাবীটা নিশ্চয়ই আমার, আপনার সকলের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।