আমাদের কথা খুঁজে নিন

   

আমি সেই নিশাচর পরিব্রাজক

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা সহজ সরল কথা আর তরঙ্গ বিলাসী হাসি রাজভঙ্গিমা, ভুবন মোহিনী কিম্বা বিষাদময়ীই রূপ সকলেই করেছে আড়াল তুষের আগুনকে বসে আছে শূন্য ঝুলি হাতে পথ পাশে পুর্ন হয়েছে দানে আর অবজ্ঞায় স্নেহ ভালবাসা আর দু মুঠো অন্ন সকলেই উপেক্ষিত আজ, অথচ দেখেনি বুকের ভেতর সংগোপিত অব্যক্ত যন্ত্রণার কথন ।। ভাবে পথিক, পুষে রেখেছি এক আগ্নেয়গিরি কষ্ট আজও সুপ্ত মনের গভীরে পায়নি সংকেত উদগারনের সাগরের উত্তাল ঢেউ আজ ভাসিয়ে দেবে তট ঝড় সেও থেমে আছে আঁধার আকাশ চায় একটু আহবান , থম থমে রাত লক্ষী পেঁচাটি বসে নিমের ডালে তার ও দেখা নেই আজ ।। আমি সেই নিশাচর পরিব্রাজক বহু পথ ঘুরে তোমার দুয়ারে আজও প্রতিক্ষায় তোমার জোসনার আলিঙ্গন আর সুর্য চুম্বন ! একটু উষ্ণতা একটু ভালবাসা সবেই করেছে উন্মুখ ।। ভাবে এলো কি স্বর্গের দেবী আমারেই দ্বারে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।