আমাদের কথা খুঁজে নিন

   

এই মাত্র জ্বীনের বাদশার সাথে বাৎচিত করলাম

আমার দেশ আমার মা, নাইজেরিয়া হবেনা এইমাত্র আমাকে জ্বীনের বাদশা ফোন দিসিলেন। অবশ্য নিজের পরিচয় দেবার আগেই আমি বুঝতে পারছি এই চিকনকণ্ঠী জ্বীনের বাদশা ছাড়া আর কেউ নন। যাইহোক ঘটনা বলছি- জ্বীনের বাদশা আমাকে ফোন দিলে আমি রিসিভ করি। কিন্তু ফোন রিসিভ করে জ্বীনদের বাদশাকে সালাম দেয়া হয় নাই। এতে তিনি নাখোশ হয়ে আমাকে ছবক দিতে শুরু করেন।

সালাম দিলে সালাম নিতে হয় ইত্যাদি ইত্যাদি। আমি আসলে থিসিস লেখার কাজে খুবই ব্যস্ত থাকায় জ্বীন সম্রাটকে সময় দিতে পারিনি। তাই বেরসিকের মতন হঠাৎ একটা ধমক দিয়ে বলে ফেলছি - ধুরো মিয়া ভণ্ডামী করার আর জায়গা পাওনা!! জ্বীন বাদশা ক্রোধে না ভয়ে সঙ্গে সঙ্গে লাইন কেটে দিলেন। আসলে আমার উচিত ছিল ধৈর্যের পরীক্ষা দিয়া বাদশার সব কথা শোনা এবং বেকুবের অভিনয় করে যাওয়া। কিন্তু ব্যস্ততা এবং মুড কিঞ্চিত অফ থাকায় তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি।

এখন নিজের কাছে খারাপ লাগছে আপ্নারা যদি কেউ জ্বীন বাদশার সাথে বাৎচিত করতে কিঞ্চিত আগ্রহবোধ করেন তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন। জানিনা এখন অন আছে কিনা। ০১৮৪০৬১১৭৪৫ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।