আমাদের কথা খুঁজে নিন

   

১০ জানুয়ারী

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... দিনগুলো চলছে বিরামহীন। নিস্তব্ধতা আর একাকীত্বের গ্লানি বয়ে চলছে একজন। দৃষ্টির ঠিক পেছনেই ঘুরছিল কেউ। ক্রমাগত আধার পথের আহ্বান, রুদ্ধ নিঃশ্বাসে, অসীম বিশ্বাসে, স্বপ্নিল উচ্ছাসে কারো অতর্কিতে আগমন। চোখভরা মায়া ছিল।

তার মাঝে সত্যের কায়া ছিল, অসত্যেরও একটা আবছা ছায়া ছিল। জানা ছিল হারাতে হবে, সোনালী দিনগুলো মুছে যাবে। কোথাও আনন্দ সীমাহীন, কোথাও দুঃখ অবচেতন। মনের আকাশে মেঘের সকাশে দুরন্ত সূর্য্যটা কোথায় যেন হারিয়ে গেল। এখন তার চোখে রাজ্যের আধার।

মেঘের কাল রংয়ে সত্যটা এতদিন লুকিয়ে ছিল। বন্দি ছিল তার না বলা কথাগুলো। বর্ষণের প্রখরতায় আজ তা মুক্ত হল। সে তো হারাতে চায়নি কিছুই, তবু বিষন্ন ঝড়ে সব কিছু পালটে গেল। সে আর রাতের আকাশে অন্ধ চাদের আলো দেখেনা, ঋণী চাঁদ জানে না, সূর্য্য কোথায়।

এখানে সম্পর্ক শৃংখলে বাধতে জানেনা, কেউ এখানে কাদতে জানেনা, অপ্রকাশ্যেও সময় হারতে পারেনা। দৃষ্টির ঠিক পেছনেই ঘুরছিল কেউ। ক্রমাগত লুকোচুরি শেষে সামনে এল সে। সে আর কেউ নয়, তারই মৃত্যু ছায়া। এই ছায়ার মাঝেই হতে হবে বিলীন, নিজেকে হারাতে হবে কোন এক দিন... © দি ফ্লাইং ডাচম্যান ১০ জানুয়ারী, ২০০৫  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।