স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে ঘটনার নায়ক না নায়িকা আমি না !!! আমার হলের এক বন্ধুর কাহিনি । ওর একটা প্রমিকা ছিল একসময় !!! গত বছরের শেষের দিকে ও ওই মেয়ের সাথে প্রেম শুরু করে এবং সবশেষ অবস্থা হল ওই মেয়ে আসলে শুধু অর সাথে না অন্য কারো সাথে কথা বলত নাকি ফোনে সবসময় । এই নিয়ে তর্ক হয়ে অর সাথে ওই মেয়ের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায় । কিন্তু এই বেচারা এখনো তাকে ভুলতে পারে নি । এখনো তার নাকি ওই মেয়েকে দেখলেই আগের সেই প্রেম জাগ্রত হয়ে উঠে !! এবং অনভুত ব্যাপার হচ্ছে ওই মেয়ে তার সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও আর সফল হয় নাই । আগে কিছু করে নাই এখন আবার চিল্লায়?!!!!!!! গাধারে আমরা অনেকবার বুঝিয়েছিলাম যে এই কাজ করিস না । দেখ দেখ । কিন্তু ও বুঝল না । এখন অর সেই প্রেমাবেগে মোহাবিষ্ট হয়ে ঠিক করেছে তার জন্মদিনে তাকে কিছু উপহার দিবে !!!! ও আমাদের কাছে জানতে চেয়েছে কি দেওয়া যায়?>> আমরা হলের সব বন্ধুরা মিলে এখনো ঠিক করতে পারি নাই কি করা যায় বেচারার জন্য ?? আপনাদের কোন আইডিয়া থাকলে প্লিজ ওকে হেল্প করেন আর বাঁচান । আমরা অর বন্ধু হইলেও এই ব্যাপারটায় খুব মজা পাচ্ছি !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।