আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ো ইয়ো টাইপ টা কি ?

ক্লাসের প্রথম দিন তাও আবার অন্য ব্যচের সাথে। পিছনের দিকের একটি সিটেই বসা ছিল ছেলেটি। মাঝখানের দিকে আরেকটি ছেলে এসে পাশে বসল। ব্রেক পর্যন্ত কোন কথা না বলেই কাটিয়ে দিল। নতুন ক্লাস।

ভাবসাব বুঝতেও তো সময় লাগে! ব্রেকের পর ক্লাসে এসে দেখল ওর ডেস্কের উপর লেডিস ব্যাগ। সামনের সিটে মেয়ে বসা। ওর ব্যাগই হবে। ছেলেটির কানে হ্যাডফোন দেয়া ছিল, সিটে বসল। হটাত খেয়াল করল সামনের কোয়েশ্চেন মার্ক মারা চোখ।

কিছু বুঝতে না পেরে বলল হাই! হ্যালো! এখানে আমি বসেছিলাম। আই সিট হেয়ার বিফোর। বাট এনিওয়ে ইউ ক্যান সিট বুঝলাম না ইউ ক্যান সিট বুঝলাম না আপনি কি মজা নিচ্ছেন ? মজা করব কেন ? আপনি কি মজার কিছু করেছেন ? এনিওয়ে আমি এখানে বসেই ফার্স্ট হাফ ক্লাস করেছি আর আপনি মাত্র এসেছেন। কিন্তু আপনাকে সিটটা ছেড়ে দিচ্ছি। থাঙ্কস আপনি কি করেন ? এই তো জব করছি।

পড়াশুনা করেছেন কোথায় ? কোন ক্লাস থেকে বলব? মেয়েটি একটু কাছে আসে – আপনার মধ্যে একটা ইয়ো ইয়ো ভাব আছে ইয়ো ইয়ো ভাব মানে কি ? ইয়ো ইয়ো মানে জানেন না ? ছোটবেলা যে ইয়ো ইয়ো খেলতাম সেই ইয়ো ইয়ো না তো? আপনি যেভাবে নেন আই সি। এটা কি কমপ্লিমেন্ট না টিজ বুঝতে পারলাম না যাই হোক আমি খুব সিম্পল আর আপনাদের ক্লাসে নতুন। এখন যেটা হচ্ছে সেটা ঝগড়া না তো? না ঝগড়া না গুড এক পর্যায়ে ছেলেটি ভিজিটিং কার্ড দেয় থ্যাঙ্কস ক্লাস চলছে। একটু পর মেয়েটিও একটি কাগজ দেয়। নাম ইমেইল ফোন নাম্বার ডেসিগনেশন কোম্পানির নাম আর লোগো, হাতে আকা ভিজিটিং কার্ড বেশ সুন্দরই ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।