ভিডিও গেম কেবল টিনএজারদের খেলা প্রচলিত সেই ধারণাটি একবারেই সত্যি নয়। কারণ গবেষণা বলছে, বেশিরভাগ ভিডিও গেম খেলোয়াড়দের গড় বয়স ৩৭ বছর। খবর টেলিগ্রাফ অনলাইন-এর। এন্টারটেইনমেন্ট সফটয়্যার অ্যাসোসিয়েশন (ইএসএ)-এর একটি গবেষণায় পাওয়া গেছে, ভিডিও গেমারদের গড় বয়স যে ৩৭ শুধু তাই নয়, জানা গেছে, ভিডিও গেম ক্রেতাদের গড় বয়স হচ্ছে- ৪১ বছর। ইএসএ আরো জানিয়েছে, শতকরা ৪৫ ভাগ বাবা-মা তাদের সন্তানের সঙ্গে ভিডিও গেম খেলে থাকেন। ইএসএ-এর আরেকটি তথ্য অনুযায়ী, ১০ জন গেমারের মধ্যে ৯ জনের বাবা-মা ভিডিও গেমসের বিষয় গুলো বুঝতে পারেন এবং শতকরা ৯১ ভাগ ভিডিও গেম কেনার সঙ্গে যুক্ত থাকেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।