আমাদের কথা খুঁজে নিন

   

রুমানা ম্যাডাম ,সাঈদ আর আমার উপলব্ধি....

বিগত কিছুদিন যাবত সামুতে একটি বিষয়েই মাতামাতি। রুমানা আর সাইদ । আজো মানবী ম্যামের পোস্ট স্টিকি। সব ঠিক আছে কিন্তু লেবু যত কচলানো হয় তত টক হয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে বিষয়টা নিয়ে এত কচলানো হইছে যা আর দেখতে বা পড়তে ইছা করছে না।

এর থেকে অনেক মর্মান্তিক ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের সমাজে কিন্তু এত কভারেজ পায়না। আকা রুমানা ম্যামের বক্তব্য নিয়ে লেখা হচ্ছে কিন্তু সাঈদের বক্তব্য নিয়ে কারো মাথা ব্যাথা আছে বলে মনে হছ্ছেনা। আমরা হয়ত এমন। নারী নির্যাতন একটি চরম গর্হিত কাজ। কিনতু পুরুষ নির্যাতন কি সঠিক? আমাদের সমাজে কত পুরুষ মানষিক ভাবে,শারীরিক ভাবে নির্যাতিত হচ্ছে তার কি হিসাব আমরা রাখছি?এইত কয়েকদিন আগে স্ত্রী আর মেয়ের ষড়যন্ত্রে নিহত হলো সেনাবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা।

কই তখন তো কোন পোস্ট স্টিকি হইল না। এটা কি বৈষম্য না?? সব শেষে এটাই বলব,শুধু নারী নয়,বা শুধু পুরুষ ন্য়। সব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।