থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আজকে বাবা দিবস। আমাদের অনেকেরই বাবা বেঁচে আছেন, অনেকের নেই। তাই বাবা দিবসে এই লোকটিকে নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন -- বাবা দিবসের কথা। আমরা আমাদের বয়সের হিসাবে কি ভাবি তারই একটা নমুনা। যদি ভালো লাগে, তা হলে আমার এই কপি-পেস্ট করাটা সার্থক হয়েছে। When I am 5: My daddy knows everything. যখন আমি ৫: বাবা সোব জানেন When I am 10: Daddy does not know everything. যখন আমি ১০: বাবা সব জানেন না When I am 21: Daddy knows nothing. যখন আমি ২১: বাবা কিছুই জানেন না When I am 30: Daddy Knew plenty. যখন আমি ৩০: বাবা অনেক জানেন When I am 35: Daddy was wise. যখন আমি ৩৫: বাবা বড় জ্ঞানী ছিলেন When I am 40: Ah if Daddy would be there, he knew everything. যখন আমি ৪০: আহা, বাবা বেঁচে থাকলে উনি বলতে পারতেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।