আমাদের কথা খুঁজে নিন

   

শ্রুতি-বৈদিক

আমার প্রাণের পরে চলে গেল কে বসন্ত বাতাসটুকুর মত শ্রুতি? সে তো প্রামান্য স্বরূপ আবর্তিত হয়ে আসে উচ্চারণ যত স্লোক গান শপথেরা মিথ্যের মিছিলে সমস্ত নিপুন অঙ্কে লিপিবদ্ধ তাই কন্ঠে স্থান শ্রুতির বৈদিক রূপ কে দিয়েছে? আবৃত্ত শোলোকে? আমি নই-তোমরা বিশ্বাস কোরো,আমি তা বলিনি শুধু একমনে,প্রেমপত্র লিখ গছি পাগলের মত ঋক সাম আরও যত মীমাংসা বেদান্ত শ্রুতির উচ্চতা মোহ স্বপ্নেও ছিল না নাস্তিকের কিছু নেই,চারভূত আছে মিলে মিশে ঋণ আছে ঘৃত আছে চর্ব্যচোষ্য লয় থেকে গেছে শ্রুতিও প্রামান্য নয় কখনও সখনও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।