আমাদের কথা খুঁজে নিন

   

“টেন কম্যান্ডমেন্টস অব ম্যারেজ” ……..“জেব্রা ক্রসিং দেখে চলুন”

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । আগে আমার একটি পোষ্টের (পুরুষ মানুষের ধরন…) মন্তব্যে অনেকে নিজেকে “সুপারম্যান” “ স্পাইডারম্যান” বলেছেন । তাদের এবং এই লাইনে যারা যারা নতুন ভর্তি হবেন ভেবেছেন তাদের জন্যে সতর্কবাণী - “জেব্রা ক্রসিং দেখে চলুন” । জেব্রা ক্রসিং টি কি জিনিষ তা আমরা ভুলেই গেছি অনেকদিন বিশেষ করে “ঢাকা” শহরের থুড়ি… মেট্রোপলিটান সিটির গর্বিত পথচারীরা ।

তা আবার নতুন করে মনে করিয়ে দেয়ার পাশাপাশি “জীবনের জেব্রা ক্রসিং”টি ও যে জেনে রাখা ভালো তাই এই “পথ নির্দেশনা” …………… কম্যান্ডমেন্ট নম্বর – ১ বিয়ে বা ম্যারেজ এর উৎপত্তি নাকি স্বর্গে । ….. তেমনি স্বর্গেই জন্ম বজ্র (ঠাঠা) এবং বিদ্যুতের, উইথ বিকট আওয়াজ >>>> কম্যান্ডমেন্ট নম্বর – ২ যদি আপনি ভেবে থাকেন, আপনার গিন্নি আপনার সব বাৎচিত মনোযোগ সহকারে শুনবেন তবে তা ঘুমের মধ্যে বলুন >>>>>>>>>>>> কম্যান্ডমেন্ট নম্বর – ৩ “বিয়ে” ঘটনাটিই আসলেই “গ্রান্ড”। তবে “ডিভোর্স” হলো মিনিমাম “হানড্রেড গ্রান্ডস” >>>>>>>>>>> কম্যান্ডমেন্ট নম্বর – ৪ বিবাহিত জীবন বেশ ঝকমারীর । এ জীবনে বিড়ালটি প্রথমে মারতে চেষ্টা করেন “হাজব্যান্ড” । প্রথম বছর হাজব্যান্ড মহাশয়টি যা বলেন “ওয়াইফ” বাধ্য ছাত্রীর মতো তাই ই শোনেন ।

দ্বিতীয় বছর চিত্রনাট্য ভিন্ন… ওয়াইফ’ই শুধু বলেন হাজব্যান্ড নিরীহ এবং বাধ্যছাত্রের মতো তা পালন করেন । তৃতীয় বছরটি তাদের দু’জনার । তারা বলেন… প্রতিবেশীরা শোনেন >>>>>.. কম্যান্ডমেন্ট নম্বর – ৫ যদি দেখেন এক বিবাহিত ভদ্রলোক তার “ওয়াইফ” এর জন্যে গাড়ীর দরজা খুলে ধরেছেন, তাহলে বুঝতে হবে – হয় গাড়ীটি নতুন নয়তো “ওয়াইফ”টি নতুন >>>>>>>>>>> কম্যান্ডমেন্ট নম্বর – ৬ বিয়ে বা “ম্যারেজ” হলো দু’টি প্রান এক হয়ে “একজন” হয়ে যাওয়া । কিন্তু সমস্যাটি তখোনি দেখা দেবে যখন একজন ভাববেন “ কোন জন ?” >>>>>>>> কম্যান্ডমেন্ট নম্বর – ৭ বিয়ের পূর্বের লংশর্টে যা দেখা যাবে তা এই --- হবু “হাজব্যান্ড” টি রাত জেগে জেগে তার হবু “ওয়াইফ” যা যা বলেছেন তা নিয়ে ভাবছেন । বিয়ের পরে ক্লোজশর্টে এই ঘটনাটি এরকম দেখা যাবে ----- “ওয়াইফ” তার কথা শেষ করার আগেই “হাজব্যান্ড”টি নাক ডাকতে শুরু করেছেন ।

কম্যান্ডমেন্ট নম্বর – ৮ একজন হবু “হাজব্যান্ড” চাইবেন তার হবু “ওয়াইফ” হবেন ১নম্বরে – বিশ্বসুন্দরী, ২নম্বরে – সহনশীল এবং জ্ঞানী , ৩নম্বরে – ইকোনোমিক্যালি সলভেন্ট, ৪নম্বরে – ভালো রাধুনী এবং তৎপরবর্তী ৫, ৬, ৭, ৮ ইত্যাদি নম্বরের গুন প্রাপ্ত । কিন্তু মুশকিলটি হলো, আইন তাকে একসাথে এতোগুলি বিয়ের অনুমতি দেবেনা >>>>>>>> কম্যান্ডমেন্ট নম্বর –৯ আসলে “ম্যারেজ” ব্যাপারটি ই হলো একটি “ কেমেষ্ট্রি ” । খাস বাংলায় “ রষায়ন ” অথচ যেখানে মোটেও “রস” নেই । এ কারনেই “ওয়াইফ”রা তাদের “হাজব্যান্ড”কে “কার্বাইড” কিম্বা “ফরমালিন” এর মতো ক্ষতিকারক বিবেচনায় বর্জ্য বা ত্যাজ্য জ্ঞান করেন । কম্যান্ডমেন্ট নম্বর –১০ এটা খুবই সত্য যে , যতোক্ষন পর্য্যন্ত না একজন পুরুষ বিয়ে বা “ম্যারেজ” করেন , ততোক্ষন তিনি “ ইনকম্পিলিট ” ।

আর বিয়ের পরেই তিনি “ কমপ্লিটলি ফি………………..নিশড” >>>>>>>>>> আশা করি এই “সারগর্ভ” গবেষনামূলক উপদেশগুলি আপনাদের (স্পাইডার আর সুপারম্যানদের) কাজে লাগবে । “জেন্টেলম্যান”রা এটি ফলো করতে পারলে তাদের “জেন্টেলম্যানশীপ” পিরিয়ডটা রিনিউ করে নিতে পারবেন । আর না লাগলেই বা কি, না পারলেই বা কি ? আবার বলে বসবেন না.. “ দিল্লীকা লাড্ডু……” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।