আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইর্য়কে সাংবাদিকদের সাথে মতবনিমিয় সভায় ওলামায়ে কেরাম রাসুল (সাঃ) কে অবমাননা ও সহযোগিতাকারী উভয়ে নাস্তিক-মুরতাদ

: নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আলেমরা বলেন, শাহাবাগে গণজাগরণের নামে ইসলাম ও রাসুল (সাঃ) কে অবমাননাকারীরা নাস্তিক ও মুরতাদ। তাদের সহযোগিতা ও সমর্থন করাও সমান অপরাধে অপরাধী। মহানবী (সাঃ) কে অবমাননাকারী মুরতাদদের বিচার করতে হবে। গণমাধ্যমকে ধর্মের মর্যাদা রক্ষায় আরো জোরালো ভূমিকার আহবান জানিয়ে আলেমরা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু গণমাধ্যমের অসাবধানতাবশত ইসলাম বিদ্বেষী, জাতি বিধ্বংসী ভূমিকায় উলামা ও ইমামবৃন্দ খুবই মর্মাহত, দেশবাসী চরম ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে গণমাধ্যমের আরো দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন।

স্বাধীনতার সুদীর্ঘ কয়েক যুগ পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ তত্ত্ব অবান্তর। এখন স্বাধীনতা আমাদের সকলের। আমরা সবাই স্বাধীনতার অতন্দ্র প্রহরী। ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে পালন করবে নিজ নিজ ধর্মকর্ম। সকলের থাকবে সমান মানবাধিকার।

কেউ করবে না কারোর বিরুদ্ধে বিষোদগার। সোমবার ১১ মার্চ নিউ ইয়র্কের এস্টোরিয়ার শাহজালাল মসজিদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইমাম ও উলামারা লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বায়তুল জান্নাহ মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা মহিব্বুর রহমান। সভায় মদীনা মসজিদের ইমাম আবু সুফিয়ানের পরিচালনায় লিখিত বক্তব্য পড়েন মুফতি আব্দুল মালেক। বিভিন্ন দাবী তুলে ধরেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মুফতি ইসমাঈল, কর্মসূচি পেশ করেন আসসাফা মসজিকের খতিব মাওলানা রফিক আহমেদ, সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করেন আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা ফায়েক উদ্দিন, আস সাফা মসজিদের সেত্রেুটারী মুফতি লুৎফর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল আযহারী।

অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করেন মাওলানা আব্দুর রহমান । এছাড়াও মতবিনিময় সভায় নিউ ইয়র্কের ৫০ টি মসজিদের ইমামসহ ৩ শতাধিক আলেম ওলামা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য মাওলানা আব্দুল মালেক বলেন, হীন রাজনৈতিক স্বার্থে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে দলীয়করণ করে বলি দেয়া হচ্ছে। অত্যন্ত কুৎসিতভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ব্যবহার করা হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই যে, স্বাধীনতা পাগল সমগ্র বাংলাদেশের জনগণ আজ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত।

তারা বলেন, সংখ্যালঘুদেরকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করার জন্য তাদের উপর নির্যাতন চালিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চক্রান্ত চলছে। মাদ্রাসাগুলোকে জঙ্গী প্রজনন কেন্দ্র অ্যাখ্যা দিয়ে জাতির সত্য ও ন্যায়ের দিশারী সম্মানিত অংশ, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত আলেম ইমামদেরকে একেবারে ভিত্তিহীন কাল্পনিক জঙ্গী সন্ত্রাসী বলে অত্যাচার নির্যাতন চালিয়ে জাতিকে ধর্মহীন করার ষড়যন্ত্র আর বরদাশত করা হবে না। তারা অভিযোগ করেন, নাস্তিক মুরতাদদেরকে ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, গুটিয়েক নাস্তিককে ইসলাম ও আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা ফায়েক উদ্দিন বলেন, আমরাও যুদ্ধাপরাধের সঠিক বিচার চাই।

তবে যুদ্ধাপরাধের বিচারের নামে অন্যায়ভাবে ইসলাম ও আলেম বিরুদ্ধে কোন অন্যায় আচরণ আমরা সমর্থন করিনা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যায় নির্দেশ দাতা হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের বিচার করতে হবে। মতবিনিময় সভায় ইমামরা “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুন:স্থাপন এবং কোরআন ও সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করাসহ মোট ১২ টি দাবী পেশ করেন। এছাড়াও তারা হেফাজতে ইসলাম, বাংলাদেশ দারুল উলুম, হাটহাজারী, চট্টগ্রাম থেকে প্রচারিত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর সরকার ও দেশবাসীর প্রতি খোলা চিঠি ও ১৫ দফা দাবীর সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ। এই আন্দোলনে নিরাপরাধ শহীদ পরিবারদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই গণহত্যা, গণগ্রেফতার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তাওহীদি জনতার মুক্তি দাবী করছি। কর্মসূচী: আগামী ২১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশের শান্তির লক্ষ্যে মানবাধিকার ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার দাবীতে বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণের জন্য জাতিসংঘের সামনে অবস্থান। ৩১ মার্চ রোববার ম্যানহাটনের মদীনা মসজিদে শানে রেসালাত মহাসম্মেলন ও লাগাতার কর্মসূচী ঘোষণা করা হবে মতবিনিময় সভায় জানান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।