শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... Kutless পোর্টল্যান্ড, USA'র ব্যান্ড। নিজেদের ক্যাম্পাসে পারফর্ম করতে গিয়ে ব্যান্ডটি ফর্ম হয়। সেটা ১৯৯৯ এর কথা। তখন এদের নাম ছিল Call Box. পরে ২০০১ সালে প্রথম অ্যালবাম রিলিজের আগে এরা নিজেদের নাম পরিবর্তন করে রাখে Kutless. এরা রক মিউজিক করে। এদের গানগুলোকে অল্টারনেটিভ রক, ক্রিশ্চিয়ান রক বলে অভিহিত করা হয়। এপর্যন্ত এদের ৬ টি স্টুডিও অ্যালবাম রিলিজ হয়েছেঃ 2002 Kutless 2004 Sea of Faces 2005 Strong Tower 2006 Hearts of the Innocent 2008 To Know That You're Alive 2009 It Is Well এদের মোটামুটি সব গানই worship song. প্রতিটা গানেই এরা ঈশ্বর বন্দনা করে থাকে। Kutless এর full discography (৬ টি স্টুডিও অ্যালবাম+একটি লাইভ অ্যালবাম) টরেন্টে নামাতে চাইলে এখানে ক্লিক করুন। আরো জানতেঃ উইকি অথবা অফিসিয়াল সাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।