আমাদের কথা খুঁজে নিন

   

এই অপপ্রচারগুলো ছড়িয়ে কাদের লাভ হচ্ছে? বাঙ্গালী জাতি কি সব সময় গুজবের পেছনে দৌড়িয়ে নাকানি চুবানিই খাবে?

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।

কারন, এরাই ইসলামের বড় শত্রু । *****ধাপগুলো রিভিউ করা যাক!! * প্রথমে শাহবাগকে বানালো হল নাস্তিক। শুক্রবার জুম্মার নামাজের পর দাঙ্গা লাগিয়ে দেয়া হল। অতঃপর অনেকে মারা গেল। * এরপর শাহবাগ থেকে একটা মাতালের ভিডিও ছেড়ে দেখানো হল শাহবাগ গাজার আড্ডাখানা।

পরে দেখা গেল ঐ লোক প্রফেশনাল অভিনেতা! * তারপর সাঈদীকে চাদে পাঠিয়ে ইসলামপ্রিয় মানুষদের রাস্তায় নিয়ে আসা হল। অতঃপর অনেকে মারা গেল। * তারপর ইমরানের দাদাকে বানানো হল রাজাকার। অথচ ৭১ এর মে মাসেই তিনি মারা যান এবং যোদ্ধা হিসেবে তার নামও নিবন্ধিত ছিল। * এখন সব জায়গায় প্রচার করা হচ্ছে শিশুদের ভেজাল টিকা খাওয়ানো হইছে।

যেকোন সময় অনেক প্রান নাশ হতে পারে। কিন্তু ব্যপারখানা একদম ভুয়া। এই অপপ্রচারগুলো ছড়িয়ে কাদের লাভ হচ্ছে? বাঙ্গালী জাতি কি সব সময় গুজবের পেছনে দৌড়িয়ে নাকানি চুবানিই খাবে? আসলে কিছুই লাভ হচ্ছে না। বরং মানুষ বুঝতে পারছে সব কিছু একটু দেরীতে হলেও। একটা পর্যায়ে কেউ আর এইসব গুজবে কান দিবে না।

আমরা সেই দিনের অপেক্ষায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।